২০২৩ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষাও ‌‌‍‌‌‌‌‌‌‌‌‌‘সংক্ষিপ্ত সিলেবাসে’

তবে আগামী বছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে সব বিষয়ে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Sept 2022, 03:07 PM
Updated : 18 Sept 2022, 03:07 PM

দুই দিন আগে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি আগামী বছরের এসএসসি পরীক্ষা পূর্ণাঙ্গ সিলেবাসে নেওয়ার কথা জানালেও এখন সেই কমিটি বলছে, ২০২৩ সালের এসএসসি পরীক্ষাও এ বছরের মতো পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচিতে হবে।

পরিবর্তন আসবে পরীক্ষার বিষয়, নম্বর, সময়- সবকিছুতেই। এইচএসসি পরীক্ষাও হবে একই ধরনে।

২০২২ সালের এসএসসি পরীক্ষা শুরুর দিন বৃহস্পতিবার কেন্দ্র পরিদর্শনে গিয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি তপন কুমার সরকার জানিয়েছিলেন, আগামী বছরের পরীক্ষা পূর্ণাঙ্গ সিলেবাসে নেওয়া হবে।

রোববার তপন কুমার সরকারের সই করা কমিটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৩ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী সব বিষয়ে পরীক্ষা নেওয়া হবে।

করোনাভাইরাস মহামারীর কারণে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষের বাইরে থাকায় গত বছরের মতো এবারও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের সংক্ষিপ্ত পাঠ্যসূচি দেওয়া হয়েছিল।

 তাতে নম্বর কমিয়ে ৩ ঘণ্টার পরীক্ষার জন্য বরাদ্দ রাখা হয়েছে দুই ঘণ্টা। কয়েকটি বিষয়ে পরীক্ষা না নিয়ে মূল্যায়ন করা হবে আগের পরীক্ষার ফলের ভিত্তিতে।

তবে মহামারী পরিস্থিতির উন্নতি হওয়ায় ২০২৩ সালে সব বিষয়ে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত আগেই জানিয়েছিল সরকার।

স্বাভাবিক অবস্থায় এসএসসিতে ৩১৬ ও এইচএসসিতে ৩৩০ কর্মদিবসের ক্লাস পায় শিক্ষার্থীরা। তবে মহামারীর কারণে ২০২৩ সালের পরীক্ষার্থীরা ৮ মাসের বেশি সময় ক্লাসের বাইরে ছিল।

সে কারণে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেওয়ার কারণ দেখিয়ে ১২ এপ্রিল শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছিলেন, ২০২২ সালের মতো ২০২৩ সালের এসএসসি ১৫০ কর্মদিবসের ও এইচএসসি ১৮০ কর্মদিবসের পরিমার্জিত পাঠ্যসূচি অনুসারে হবে।

পরে ১২ মে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটি জানায়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ১০০ নম্বরের পরীক্ষা হবে ৩ ঘণ্টায়, কেবল মাধ্যমিকের আইসিটি বিষয়ের নম্বর থাকবে ৫০।

রোববারের বিজ্ঞপ্তিতে আগের নির্দেশনা অনুযায়ীই আগামী বছর সব বিষয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পরীক্ষা নেওয়ার কথা জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটি।