ঝড়ের প্রস্তুতি: পাউবোতে ছুটি বাতিল

ঘূর্ণিঝড় ‘মহাসেন’ মোকাবেলায় উপকূলীয় ১৫টি জেলার মাঠ পর‌্যায়ের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করে কর্মস্থলে অবস্থানের নির্দেশ দিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 May 2013, 09:12 AM
Updated : 15 May 2013, 01:27 PM

এই জেলাগুলো হলো- কক্সবাজার, চট্টগ্রাম, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, চাঁদপুর, ভোলা, পটুয়াখালী, বরগুনা, বরিশাল, ঝালকাঠী, পিরোজপুর, খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা।

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মহাসেন বৃহস্পতিবার দুপুরে উপকূলে আঘাত হানতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।

চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে ৭ নম্বর বিপদ সঙ্কেত দেখাতে বলা হয়েছে। আর মংলা বন্দরকে দেখাতে বলা হয়েছে ৫ নম্বর বিপদ সঙ্কেত।

কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী,  চাঁদপুর, ভোলা, বরগুনা, পটুয়াখালী, বরিশাল জেলা এবং অদূরবর্তী দ্বীপ ও চরগুলো ৭ নম্বর সঙ্কেতের আওতায় থাকবে। 

পিরোজপুর, ঝালকাঠী, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং অদূরবর্তী দ্বীপ ও চরগুলোতে পাঁচ নম্বর সঙ্কেত প্রযোজ্য হবে।

বুধবার পাউবো সচিব আব্দুল খালেক স্বাক্ষরিত এক আদেশে সংশ্লিষ্ট কর্মকর্তাদের স্থানীয় জেলা প্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরসহ ত্রাণ ও উদ্ধারকারী বিভিন্ন সংস্থার সঙ্গে ‘নিবিড়’ যোগযোগ রাখার নির্দেশও দেয়া হয়।

ঝড়ের সময় উপকূলীয় এলাকা স্বাভাবিকের চেয়ে ৫ থেকে ৭ ফুটের বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।