তিন দিনের মধ্যে দুটি ভবনে বিস্ফোরণ ঘটেছে, হয়েছে প্রাণহানি। কেন হচ্ছে?
উত্তরার একটি ভবনে অবস্থিত বায়িং হাউজে ককটেল বিস্ফোরণের ঘটনায় দুজনকে আটকের তথ্য দিয়ে পুলিশ বলছে, যাদের একজনের হাতে জখমের চিহ্ন রয়েছে।
শুক্রবার দুপুরের এ ঘটনার বিষয়ে উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ মোহসীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুলিশ খবর পেয়ে ওই বাসায় তল্লাশি করে একটি তাজা ককটেল এবং ছয়টি বিস্ফোরিত ককটেলের অংশ জব্দ করে।
ওই ভবনের কেয়ারটেকার হাবিবুল্লাহ ও বায়িং হাউজের কর্মী শিহাবকে আটক করা হয়েছে জানিয়ে তিনি বলেন, একজনের হাতে জখমের চিহ্ন রয়েছে।
উত্তরা ৫ নম্বর সেক্টরে অবস্থিত ভবনটির তৃতীয় তলার রান্নাঘরে বিস্ফোরণের ঘটনা ঘটে। যে তলায় বিষ্ফোরণ হয়েছে সেটি 'ফ্যাশন ভিলেজ’ নামের একটি বায়িং হাউজের অফিস বলে তিনি জানান।
বিস্ফোরণের কারণ জানতে চাইলে তিনি বলেন, ককটেল তৈরি বা বহনের সময় এ ঘটনা ঘটতে পারে। এ বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।