Published : 12 Dec 2023, 07:43 PM
বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদকে বিদেশ যেতে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। চিকিৎসার জন্য ভারত যেতে চেয়েছিলেন তিনি।
মঙ্গলবার দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন থেকে বিদেশে যাওয়ার ছাড়পত্র পাননি তিনি। তবে তার স্ত্রী দিলারা হাফিজ যেতে পেরেছেন।
এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে সস্ত্রীক দিল্লি যেতে চেয়েছিলেন এই বিএনপি নেতা। বুধবার দিল্লির ফোরর্টিস হাসপাতালে তার হাঁটুতে অস্ত্রোপচারের তারিখ নির্ধারিত ছিল বলে জানান তিনি।
হাফিজের অভিযোগ, ‘‘আজকে বেলা আড়াইটায় আমার ফ্লাইট ছিল। বিমানবন্দরে যাওয়ার পরে ইমিগ্রেশনে বসিয়ে রাখা হয়। আমার সাথে আমার স্ত্রী ছিলেন। তাকে যেতে দেওয়া হয়েছে অথচ আমাকে যেতে দেওয়া হল না।
‘‘আমি অসুস্থ। ডাক্তারের পরামর্শে আমি দিল্লির একটি হাসপাতালে চিকিৎসার জন্য সব ঠিক করেছিলাম।”
কেন যেতে দেওয়া হল জানতে চাইলে তিনি বলেন, ‘‘এ বিষয়ে ইমিগ্রেশন কিছুই বলতে পারেনি।”
তবে ইমিগ্রেশনের কর্মকর্তারা এ বিষয়ে খোলাসা করে কিছু বলেননি। বিমানবন্দর ইমিগ্রেশনের ওসি (অতিরিক্ত পুলিশ সুপার) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, “দুপুর ২টা থেকে দায়িত্বপালন করছি। আমার পালায় এ ধরনের ঘটনা ঘটেনি। আগে ঘটেছে কি না জানা নেই।”
রাজনীতি থেকে ‘শিগগিরই’ অবসরে যাওয়ার ঘোষণা দিয়ে সম্প্রতি আলোচনায় এসেছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন।
বিএনপির ‘এক দফা’র আন্দোলন চলার মধ্যে ৮ নভেম্বর সংবাদ সম্মেলন করে তিনি বলেছিলেন, তার নতুন দল গড়ার যে কথা বাজারে আছে, তা ‘সঠিক নয়’। বিএনপি থেকেই তিনি অবসরে যেতে চান।
“আমি ৩১ বছর বিএনপির রাজনীতি করছি, ৩১ বছর একটানাভাবে এই দলের সাথে সংশ্লিষ্ট রয়েছি। এখন আমি অসুস্থ। আর আমার পক্ষে… আমি শিগগিরই বিদেশে যাব। আগামী নির্বাচনেও অংশগ্রহণ করা হয়ত আমার পক্ষে সম্ভব হবে না।”
অবসরপ্রাপ্ত এই সেনা কর্মকর্তা বলেছিলেন, “রাজনীতি করার সেই শারীরিক সামর্থ্য আমার নেই। শিগগিরই অবসর গ্রহণ করব। আমার এলাকাবাসীর (ভোলা) মতামত নিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব।”
বিএনপির ভুল ‘অনেক’, সংস্কার দরকার: হাফিজ