গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, মাদক ও অস্ত্রের মামলা রয়েছে।
Published : 20 Oct 2022, 08:59 PM
রাজধানীর পূর্ব শেওড়াপাড়া এলাকা থেকে অস্ত্রসহ চার ভুয়া ডিবি পুলিশকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে কাফরুল থানা পুলিশ।
বুধবার রাত দেড়টার দিকে মাজিদা ফার্নিচারের সামনের সড়ক থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. তানভীর (৩২), মো. সাজিদ আহমেদ রাসেল (৩০), মো. আফসার হোসেন বাবু (৩৮) ও এনজেল স্যামুয়েল কস্তা (৩৬)। তাদের কাছ থেকে ডিবি লেখা খাকি রংয়ের তিনটি জ্যাকেট, একটি হ্যান্ডক্যাপ, একটি ওয়াকিটকি, একটি চাকু ও একটি চাপাতি উদ্ধার করা হয়।
কাফরুল থানার ওসি মো. হাফিজুর রহমান বলেন, “ওইস্থানে মাঝে মাঝে গোয়েন্দা পুলিশ পরিচয়ে মানুষজনকে তল্লাশির নামে টাকা-পয়সা হাতিয়ে নেওয়ার খবর আসত। বুধবার মধ্যরাতে খবর আসে, পূর্ব শেওড়াপাড়া এলাকায় কয়েকজন ব্যক্তি ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে।”
এরপর থানার কুইক রেসপন্স টিম সেখানে যায়, পালানোর চেষ্টাকালে চারজনকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।
“চারজনের মধ্যে তিনজন গোয়েন্দা পুলিশের পোশাকে পরা ছিল। চার জনের বিরুদ্ধেই মামলা হয়েছে।”
ওসি হাফিজুর জানান, তানভীরের নামে শাহজাহানপুর থানায় অস্ত্র ও ডাকাতির প্রস্তুতির ২টি; সাজিদের বিরুদ্ধে শেরে বাংলানগর ও খিলক্ষেত থানায় দুটি চুরির মামলা; বাবুর নামে যাত্রাবাড়ী থানায় ডাকাতির প্রস্তুতি, অস্ত্র ও মাদকের ৩টি ও কুমিল্লার বুড়িচং থানায় ডাকাতির একটি মামলা এবং স্যামুয়েল কস্তার নামে মিরপুর থানায় মানবপাচারের একটি মামলা রয়েছে।