ওয়াশিংটনে ব্লিংকেনের সঙ্গে মোমেনের বৈঠক

পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেনের আমন্ত্রণে ওয়াশিংটন সফরে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 April 2023, 06:26 PM
Updated : 10 April 2023, 06:26 PM

সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে দুদেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে বৈঠকে বসেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

সোমবার ওয়াশিংটনের স্থানীয় সময় দুপুর ১টা ৫০ মিনিটে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে তাদের এই বৈঠক শুরু হওয়ার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনের কথা রয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেনের আমন্ত্রণে ওয়াশিংটন সফরে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন।

বৈঠকের আগে রোববার তিনি সেখানে সাংবাদিকদের বলেন, “যুক্তরাষ্ট্রের সঙ্গে আমরা খুব ভালো সম্পর্ক বজায় রাখছি। আমি এসেছি, আমাদের ৫০ বছরের এই যে ভালো সম্পর্ক, আমেরিকা আমাদের সবচেয়ে বড় বন্ধু দেশ, সবচেয়ে বড় বিনিয়োগকারী, সিঙ্গেল কান্ট্রি হিসাবে সবচেয়ে বড় ব্যবসা, তাদের ব্যবসা বাণিজ্য আমাদের খুব ভালো।

“এগুলোকে আমরা আগামী ৫০ বছরে আরও যাতে উন্নত করতে পারি, আরও শক্তিশালী করতে পারি, সেইসব নিয়ে আমরা আলোচনা করব।”

বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফেরানেোর বিষয়ে বৈঠকে তোলা হবে কি না- এমন প্রশ্নে মোমেন বলেন, “আমরা বর্তমান সরকার দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত করতে চাই। একজন খুনি, আত্মস্বীকৃত খুনি বিদেশে। আর আমেরিকার মতো দেশ কোনোদিন কোনো আশ্রয়ের… এই দেশটা আইনের দেশ।

“আর এই আইনের দেশের মধ্যে সে মিথ্যা দিয়ে দিব্যি আরামে আছেন। আমরা এটা তুলে ধরব। আমরা আশা করি, আমেরিকা এই খুনিদের জন্য আশ্রয়খানা হবে না।”