বনানীতে ১৫ অগাস্টে নিহত বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের কবর জিয়ারত ও পুস্পস্তবক অর্পণও করেছেন তিনি।
Published : 27 Apr 2023, 06:15 PM
শিখা অনির্বাণে ফুল দিয়ে মুক্তিযুদ্ধে শহীদ সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় ঢাকা সেনানিবাসে স্বাধীনতা যুদ্ধের এ স্মৃতিস্তম্ভে তিনি শ্রদ্ধা জানান।
এর আগে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মো. সাহাবুদ্দিন সেনানিবাসে পৌঁছালে তাকে স্বাগত জানান ভারপ্রাপ্ত সেনাপ্রধান ও চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ শাহীন ইকবাল এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান।
রাষ্ট্রপতি শিখা অনির্বাণে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। তিন বাহিনীর একটি চৌকস দল তখন অভিবাদন জানায়। বিউগলে বাজানো হয় করুণ সুর। পরে রাষ্ট্রপতি শিখা অনির্বাণ চত্বরে রাখা পরিদর্শন বইয়ে সই করেন।
জাতির পিতার সমাধিতে রাষ্ট্রপ্রধানের শ্রদ্ধা
জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের শ্রদ্ধা নিবেদন
এরপর রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও তার স্ত্রী ড. রেবেকা সুলতানা বনানীতে জাতির পিতার স্ত্রী বেগম ফজিলাতুন নেছাসহ ১৫ অগাস্টে নিহত বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের কবর জিয়ারত ও পুস্পস্তবক অর্পণ করেন।
আবদুল হামিদের মেয়াদ শেষ হওয়ার পর গত সোমবার বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন শপথ গ্রহণ করেন। দায়িত্ব নেওয়ার পর মঙ্গলবার রাষ্ট্রপতি সাভারে জাতীয় স্মৃতিসৌধে, ধানমন্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে, কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পরদিন তিনি টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।