রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় সাহাবুদ্দিনকে অভিনন্দন মোদীর

অভিনন্দন বার্তায় মোদী বলেন, মুক্তিযোদ্ধা হিসেবে মো. সাহাবুদ্দিনের অবদান এবং বিচারক হিসেবে তার অভিজ্ঞতা দেশের সর্বোচ্চ পদের জন্য ‘তাৎপর্যপূর্ণ’।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 March 2023, 04:13 PM
Updated : 5 March 2023, 04:13 PM

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

রোববার বঙ্গভবনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাষ্ট্রপতি নির্বাচিত সাহাবুদ্দিনকে লেখা এক চিঠিতে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী।

অভিনন্দন বার্তায় মোদী বলেন, মুক্তিযোদ্ধা হিসেবে মো. সাহাবুদ্দিনের অবদান এবং বিচারক হিসেবে তার অভিজ্ঞতা দেশের সর্বোচ্চ পদের জন্য ‘তাৎপর্যপূর্ণ’।

নরেন্দ্র মোদী বলেন, “বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান অকৃত্রিম সম্পর্ক দুই দেশের বৈচিত্র্যময় সংস্কৃতি ও জনগণের পারস্পরিক সম্পর্কের মধ্যে গভীরভাবে প্রোথিত। বাংলাদেশের পরীক্ষিত বন্ধু হিসেবে দুদেশের জনগণের কল্যাণে বহুমুখী অংশীদারিত্ব বাড়াতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।”

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ‘দূরদর্শী নেতৃত্বে’ দুদেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরো জোরদার হবে বলেও আশা প্রকাশ করেন ভারতের প্রধানমন্ত্রী।

এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও গত সপ্তাহে নব-নির্বাচিত রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনকে অভিনন্দন জানান।

বাংলাদেশ ও রাশিয়া ঐতিহ্যগতভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে আসছে মন্তব্য করে অভিনন্দন বার্তায় পুতিন বলেন, “আমি আশা করি, রাষ্ট্রপতির মেয়াদে আপনার কাজ বিভিন্ন ক্ষেত্রে রাশিয়া ও বাংলাদেশের মধ্যে গঠনমূলক সহযোগিতাকে আরো জোরদার করবে।“

বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচনে গত ১২ ফেব্রুয়ারি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী মো. সাহাবুদ্দিন। মো. আবদুল হামিদের উত্তরসূরি হিসেবে তিনি হবেন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি।

তিনি এ পদের দায়িত্ব গ্রহণ করবেন আগামী ২৩ এপ্রিল বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের মেয়াদ শেষ হওয়ার পর।