“রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন বা আন্দোলনের নামে মানুষ পোড়ানোর অধিকার কোনো রাজনৈতিক দলের নেই।”
Published : 19 Dec 2023, 08:30 PM
ঢাকার তেজগাঁওয়ে ট্রেনে নাশকতার আগুনে শিশুসহ চারজনের প্রাণহানির ঘটনায় ক্ষোভ ঝেড়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি।
সংস্থাটির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন, “মানুষ পুড়িয়ে কিসের রাজনীতি? ক্ষমতা কি মানুষের জীবনের থেকে বেশি মূল্যবান? মৃতদেহ নিয়ে রাজনীতির অধিকার কোনো রাজনৈতিক দলের নেই।”
মঙ্গলবার ভোর ৫টার দিকে তেজগাঁও স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় নেত্রকোণা থেকে আসা মোহনগঞ্জ এক্সপ্রেসের ট্রেনটির তিনটি বগি পুড়ে যায়। এর একটি বগি থেকে উদ্ধার করা হয়েছে এক মা, তার শিশু সন্তানসহ চারজনের লাশ।
এদিন এক বিবৃতিতে টিআইবি বলেছে, রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন বা আন্দোলনের নামে মানুষ পোড়ানোর অধিকার কোনো রাজনৈতিক দলের নেই।
ট্রেনে দেওয়া আগুনে তিন বছরের শিশুসহ চারজনকে হত্যা, গণপরিবহণে আগুন, ট্রেন লাইন কাটার মতো ধ্বংসাত্মক ও জীবননাশের রাজনীতি থেকে বের হয়ে আসার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
তেজগাঁওয়ের ঘটনাকে বিচ্ছিন্ন হিসেবে দেখার সুযোগ নেই মন্তব্য করে ইফতেখারুজ্জামান বলেন, “জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এর আগেও গণপরিবহনে আগুন, ট্রেনের লাইন কেটে ফেলার মতো ঘটনা ঘটেছে। এগুলো কোনোভাবেই গণতন্ত্র প্রতিষ্ঠা, ভোটের অধিকারের দাবিতে আন্দোলন হিসেবে বিবেচিত হতে পারে না।”
বলপ্রয়োগ ও সহিংসতা বাংলাদেশের রাজনীতিতে স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে উল্লেখ করে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, “মানবতাকে জিম্মি করে, অনেক ক্ষেত্রে মানুষের লাশকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে রাষ্ট্রক্ষমতা বা দলীয় এজেন্ডা হাসিলের জন্য ব্যবহারের ঘটনাই সময়ের পরিক্রমায় আমাদের দেশের রাজনৈতিক সংস্কৃতিতে পরিণত হয়েছে।”
নির্বাচনকে সামনে রেখে ‘মাঠ গরম’ আর ‘মাঠ দখল’র নামে সব ধরনের বলপ্রয়োগসহ মানুষের জীবননাশের রাজনীতি থেকে বের হয়ে আসতে দুই ‘রাজনৈতিক প্রভাব বলয়ের’ সবার কাছে দাবি জানিয়েছে টিআইবি।