Published : 26 Jan 2024, 04:21 PM
চাকরির মেয়াদ শেষ হওয়ার পর জাতীয় সংসদ সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব কে এম আব্দুস সালামকে চুক্তিতে একই পদে রেখে দিচ্ছে সরকার।
প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তার অবসরোত্তর ছুটি ও এ সংক্রান্ত সুবিধা স্থগিতের শর্তে আগামী ২৭ সেপ্টেম্বর বা যোগদানের তারিখ থেকে এক বছরের চুক্তিতে তাকে জ্যেষ্ঠ সচিব পদে চুক্তিতে নিয়োগ দিয়ে সোমবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দিয়ে নির্ধারণ করা হবে।
অবসরে যাওয়ার সুবিধার্থে আব্দুস সালামকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছিল।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)