এজন্য সাউদিয়ায় ভ্রমণ করতে হবে।
Published : 23 Aug 2023, 01:20 PM
অন্য দেশ ভ্রমণে যাওয়া বাংলাদেশিদের সৌদি আরবে ট্রানজিটে চার দিনের ওমরাহ ভিসা দেওয়া হবে। এজন্য অবশ্য সাউদিয়ায় ভ্রমণ করতে হবে।
সচিবালয়ে বুধবার সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী তৌফিক বিন ফাউজান আল রাবিয়াহের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এই তথ্য জানান।
তিনি সাংবাদিকদের বলেন, “যারা হজ করতে যাবে অথবা ওমরাহ করতে যাবে অথবা বেড়াতে যাবে তারা যদি আরও লোক সাথেও নিয়ে যায়, অন্য জায়গায় বেড়াতে যাবে, কিন্তু সৌদি আরবে ট্রানজিট হয়েছে, ওই ট্রানজিটে ওখানে থাকার ব্যবস্থা করতে উনারা রাজী হয়েছেন। ওখানে ওমরাহ করে অন্য দেশে চলে যাক।”
তবে ট্রানজিটে গিয়ে ওমরাহ করার বিষয়ে আগে থেকে অনুমতি নিতে হবে বলে জানান ধর্ম প্রতিমন্ত্রী।
ধর্ম সচিব মু, আ. হামিদ জমাদ্দার বলেন, সৌদি এয়ারপোর্টে বিনামূল্যে চার দিনের অনঅ্যারাইভাল ট্রানজিট ভিসা দেওয়া হবে। এজন্য সাউদিয়া এয়ারলাইনন্সে সৌদি আরব যেতে হবে।
ধর্ম প্রতিমন্ত্রী বলেন, হজে যাওয়া-আসা, হজের খরচ কমানোর বিষয়গুলো উভয়পক্ষের আলোচনা সাপেক্ষে সমাধান হবে। হজের কোটা বাড়ানোর বিষয়ে তারা বলেছেন। হজের খরচ কমানোর বিষয়েও বিবেচনার প্রতিশ্রুিত পেয়েছেন।
সৌদি আববের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী বলেন, বাংলাদেশিদের ওমরা ভিসার মেয়াদ ৩০ দিন থেকে বাড়িয়ে ৯০ দিন করা হয়েছে। ওমরা ভিসায় গিয়ে অন্য শহরেও তারা ঘুরতে পারবেন।