এক ঘণ্টার আগুনে গত সোমবার রাতে ওই গ্যারেজে থাকা ১৪টি বাস ক্ষতিগ্রস্ত হয়।
Published : 02 Apr 2024, 08:15 PM
রাজধানীর ডেমরার ধার্মিকপাড়ায় পরিবহন কোম্পানি লন্ডন এক্সপ্রেসের নিজস্ব গ্যারেজে আগুনের ঘটনায় নাশকতা দেখছে না পুলিশ। মালিকপক্ষও মনে করছে এ দুর্ঘটনার পেছনে অন্য কোনো কারণ নেই।
এক ঘণ্টার আগুনে গত সোমবার রাতে ওই গ্যারেজে থাকা ১৪টি বাস ক্ষতিগ্রস্ত হয়।
অগ্নিকাণ্ডের পরপরই কীভাবে ওই গ্যারেজে আগুন লাগল তা নিয়ে তাৎক্ষণিকভাবে কিছু বলতে পারেনি অগ্নি নির্বাপক বাহিনী।
এটি নাশকতা না দুর্ঘটনা, জানতে চাইলে ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দীন বলেছিলেন, তদন্ত কমিটির কাজ শেষে আগুনের সূত্রপাত কীভাবে তা জানা যাবে।
মঙ্গলবার লন্ডন এক্সপ্রেসের নির্বাহী পরিচালক নুরুল ইসলাম বলেছেন, এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ক্ষয়ক্ষতি কেমন হয়েছে সেটি নিরূপণের কাজ করছেন তারা।
এ জিডির সূত্র ধরে তদন্ত শুরু করেছে যাত্রাবাড়ী থানার পুলিশ। থানার পরিদর্শক (তদন্ত) জাকির হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনাস্থল থেকে কিছু আলামত উদ্ধার করা হয়েছে। এগুলো পরীক্ষার জন্য সিআইডিতে পাঠানো হবে।”
তিনি বলেন, এখন পর্যন্ত নাশকতার কোনো তথ্য পাওয়া যায়নি। প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্ট সার্কিট বলে ধারণা করা হচ্ছে।
দুর্ঘটনার বিষয়ে প্রায় একই রকম কথা বলেছেন লন্ডন এক্সপ্রেসের নির্বাহী পরিচালক নুরুল ইসলাম।
তিনি বলেন, “আমাদের কোনো শত্রু নেই। ফলে কেউ আমাদের ক্ষতি করতে পারে এমন মনে করছি না। তারপরও আইনশৃঙ্খলা বাহিনীসহ একাধিক সংস্থা কাজ করছে। তারা যদি কিছু পায় সেটা পরে জানা যাবে।”
ক্ষতির বিষয়ে তিনি বলেন, ক্ষতি নির্ধারণের বিষয়ে কাজ চলছে।
ওয়ারী বিভাগের পুলিশের উপ কমিশনার মোহাম্মদ ইকবাল হোসাইনও এ দুর্ঘটনা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বলে ধারণার কথা বলেছেন।
তিনি বলেন, এমন কিছু নমুনাও মিলেছে।
“কিছুদিন আগে ঝড়ে তাদের গ্যারেজের টিনের চালাসহ টিনের দেয়াল ক্ষতিগ্রস্ত হয়। ফলে বৈদ্যুতিক তারগুলো এলোমেলো অবস্থায় ছিল। যেগুলো তাদের আজকালের মধ্যে ঠিক করার কথা।”
এটি তাদের নিজস্ব গ্যারেজ হলেও গাড়ির তুলনায় খুবই ছোট এবং গাড়িগুলো গা ঘেঁষাঘেঁষি করে রাখা ছিল। ফলে একটি থেকে আরেকটিতে আগুন ছড়িয়ে পড়ে, বলেন তিনি।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নাশকতা নিয়ে কেউ অভিযোগও করেননি।