পিআইবির মহাপরিচালকের দায়িত্বও পালন করেন এনামূল হক।
Published : 28 Sep 2022, 07:45 PM
বাংলাদেশ বেতারের প্রথম মহাপরিচালক এনামুল হক আর নেই।
মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়েছে। তার বয়স হয়েছিল ৯৩ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন।
এনামুল হকের ছোট ছেলে নাইমুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাবা হার্ট এবং লিভার ফেইলিউরে মারা গেছেন গতকাল রাতে। আজ বাদ জোহর তাকে দাফন করা হয়েছে।”
বারিধারার জে ব্লকের কবরস্থানে দাফন করা হয়েছে এনামুল হককে।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রিধারী এনামূল হক পাকিস্তান সিভিল সার্ভিসে ইনফরমেশন ক্যাডারে যোগ দিয়ে কর্মজীবন শুরু করেন।
বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বাংলাদেশ বেতারের প্রথম মহাপরিচালক (ডিজি) ছিলেন তিনি। ৮০ দশকে বাংলাদেশ ন্যাশনাল ব্রডকাস্টিং অথরিটির চেয়ারম্যান ও মহাপরিচালক ছাড়াও পিআইবির মহাপরিচালকের দায়িত্বও পালন করেন এনামূল হক।তিনি বাংলাদেশ তথ্য অধিদফতরের প্রিন্সিপাল ইনফরমেশন অফিসার (পিআইও)ছিলেন।
কর্মজীবনে এনামূল হক লন্ডন ও দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে প্রেস মিনিস্টার ছিলেন। ১৯৮৬ সালে তিনি সরকারি চাকরি থেকে অবসর নেন।
৯০ দশকে এনামুল হক বিলুপ্ত বাংলাদেশ টাইমসের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান এবং নিউ নেশনে সম্পাদক হিসেবেও কাজ করেন।