গত ৩৩ বছরে ফরাসি কোনো প্রেসিডেন্টের এটাই প্রথম বাংলাদেশ সফর।
Published : 09 Feb 2024, 10:37 AM
দুই দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
রোববার রাত সাড়ে ৮টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবন্দরে ফরাসি রাষ্ট্রপ্রধানকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়।
গত ৩৩ বছরে ফরাসি কোনো প্রেসিডেন্টের এটাই প্রথম বাংলাদেশ সফর। সর্বশেষ ১৯৯০ সালের ফেব্রুয়ারিতে ঢাকা সফর করেছিলেন ফ্রান্সের তৎকালীন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিতেরাঁ।
দিল্লিতে উন্নত ও বিকাশমান অর্থনীতির দেশগুলোর জোট জি-২০ সম্মেলনে যোগ দিয়ে দ্বিপক্ষীয় সফরে ঢাকায় এলেন ম্যাক্রোঁ। সোমবার রাতে ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আয়োজিত নৈশভোজে অংশ নেবেন ফরাসি প্রেসিডেন্ট।
এরপর রাত ১০টার দিকে ধানমণ্ডিতে গানের দল জলের গানের ভোকাল ও বাদ্যযন্ত্রী রাহুল আনন্দের স্টুডিওতে যাওয়ার সূচি রয়েছে ম্যাক্রোঁর। তিনি ঘুরে দেখবেন স্টুডিও; কথা বলবেন গান নিয়ে।
সোমবার সকালে ফ্রান্সের প্রেসিডেন্ট ধানমণ্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।
এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শীর্ষ বৈঠক করবেন ম্যাক্রোঁ। দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক ও চু্ক্তির সইয়ের পাশাপাশি এ সময় যৌথ সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।
সোমবার বিকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফরাসি প্রেসিডেন্টকে বিদায় জানাবেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১০ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)