ঢাকায় মোটরসাইকেল 'চোর চক্রের' ৩ সদস্য গ্রেপ্তার

তাদের থেকে দুটি মোটরসাইকেল জব্দ করেছে র‌্যাব।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 April 2023, 06:53 AM
Updated : 27 April 2023, 06:53 AM

ঢাকার যাত্রাবাড়ী থেকে তিনজনকে গ্রেপ্তারের পর র‌্যাব বলছে, তারা বিভিন্ন মডেলের মোটরসাইকেল চুরি করে ইঞ্জিন ও চেসিস নম্বর বদলে বিক্রি করত।

বুধবার রাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান।

গ্রেপ্তাররা হলেন- মো. জুবায়ের আহমেদ (১৮), মো. আবুল বাশার মিয়া (১৮) ও বায়জিদ বোস্তামী (২২)।

র‌্যাব-৩ অধিনায়ক বলেন, “তারা সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। তাদের কাছ থেকে দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। দীর্ঘদিন ধরে তারা চোরাই মোটরসাইকেল কেনাবেচার সঙ্গে জড়িত।”

তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে লেফটেন্যান্ট কর্নেল আরিফ বলেন, দেশের বিভিন্ন এলাকা থেকে চোরাই ও ছিনতাই করা বিভিন্ন মডেলের মোটরসাইকেলের ইঞ্জিন ও চেসিস নম্বর পরিবর্তন তরে বিক্রি করে আসছিল তারা।