চালান নির্দিষ্ট স্থানে পৌঁছে দিয়ে বাহক পেতেন ১০ হাজার টাকা।
Published : 16 Mar 2024, 07:43 PM
ঢাকার শাহজালাল বিমানবন্দরে ৪০টি সোনারবারসহ দুজনকে আটক করার কথা জানিয়েছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন-এপিবিএন।
শনিবার বিকাল ৩টার দিকে তাদের আটক করা হয় বলে জানান এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক।
আটক হেলাল বেসরকারি এয়ারলাইন্স নভোএয়ারের গাড়ি চালক। তার বাড়ি নোয়াখালীর বসুরহাট থানার চরকাগা গ্রামে। আটক অপরজন কামাল হোসেনের বাড়ি চাঁদপুরের হাইমচর থানার দক্ষিণ বগুলা গ্রামে।
এপিবিএন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দীর্ঘদিন ধরে হেলালকে নজরদারিতে রেখেছিল বিমানবন্দর এপিবিএন ও এনএসআই। শনিবার অভ্যন্তরীণ টার্মিনালের ড্রাইভওয়ে থেকে এক সহযোগীকে নিয়ে সিএনজি অটোরিকশায় উঠছিলেন হেলাল।
সেই গাড়ির গতিরোধ করে তাদেরকে এপিবিএন অফিসে আনা হয়। জিজ্ঞাসাবাদের পর কামাল হোসেনের সঙ্গে থাকা কাঁধ ব্যাগের ভেতর থেকে কালো স্কচটেপে মোড়ানো ৪০টি সোনার বার পাওয়া যায়। এসব বারের ওজন ৪ কেজি ৬৪০ গ্রাম, যার বাজার মূল্য প্রায় ৫ কোটি টাকা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “জিজ্ঞাসাবাদে রিসিভার কামাল হোসেন জানান, গাড়িচালক হেলাল তাকে এই সোনা দেন। এই সোনা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দিতে পারলে তিনি ১০ হাজার টাকা পেতেন।”
তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।