‘ছিনতাইকারীর’ ছুরিকাঘাতে বেবিচকের গাড়িচালক নিহত

আহত অবস্থায় দুই হাসপাতাল ঘুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

ঢাকা মেডিকেল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Nov 2023, 05:24 PM
Updated : 13 Nov 2023, 05:24 PM

ঢাকার কাওলা এলাকায় ছুরিকাঘাতে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) একজন গাড়িচালক নিহত হয়েছেন; যিনি ছিনতাইকারীদের কবলে পড়েছিলেন বলে জানিয়েছেন তার সহকর্মীরা।

নিহত মো. আরমান আলী (২৬) কাওলা রেললাইনের কাছে ছুরিকাঘাতের শিকার হন। আহত অবস্থায় দুই হাসপাতাল ঘুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া জানান, আহত অবস্থায় আরমানকে জরুরি বিভাগে আনা হলে রাত ৮টা ১০ মিনিটে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। মৃতদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

হাসপাতালে নিহতের সহকর্মী জাহিদুল ইসলাম জানান, আরমান সিভিল অ্যাভিয়েশনের মেস কোয়ার্টারে থাকতেন। বিকালে কাজ শেষে আবাসস্থলে ফেরার পথে কাওলা রেললাইনের পাশে কয়েকজন ছিনতাইকারী তার পথরোধ করে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ওই সময় ধস্তাধস্তির এক পর্যায়ে ছিনতাইকারীরা তার পেটে ও কোমরের নিচে ছুরিকাঘাত করে।

তিনি জানান, আহত অবস্থায় আরমান নিজেই স্থানীয় আর রাহা হাসপাতালে যান। সংবাদ শুনে তার সহকর্মীরা ওই হাসপাতালে যান। সেখান থেকে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে আনা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, যেখানে চিকিৎসকরা তাকে মিথ্যা ঘোষণা করা হয়।

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ধনারপাড় গ্রামের নুরুল ইসলামের ছেলে আরমান। তার বাবা কৃষক। এক ভাই ও এক বোনের মধ্যে তিনি ছোট। ২০২২ সালে চাকরিতে যোগদান করেন বলে জানান ওই সহকর্মী।