বেইলি রোডে আগুন: ক্ষতিগ্রস্তদের জন্য বিনামূল্যে কাউন্সেলিং সেবা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগে সরাসরি উপস্থিত হয়ে অথবা অনলাইনে সেবা নেওয়া যাবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 March 2024, 01:51 PM
Updated : 7 March 2024, 01:51 PM

বেইলি রোডের গ্রিন কোজি কটেজে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের বিনামূল্যে মানসিক কাউন্সেলিং সেবা দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগ।

এর সঙ্গে সহযোগিতায় থাকবে বাংলাদেশ এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি সোসাইটি (বিইসিপিএস) এবং ইএমডিআর বাংলাদেশ অ্যাসোসিয়েশন।

বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কাউন্সেলিং সেবা পেতে আগ্রহীদেরকে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট ফর্ম পূরণ করতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগে সরাসরি উপস্থিত হয়ে অথবা অনলাইনে সেবা নেওয়া যাবে। এই সেবা আগামী তিন মাস চলবে।

অ্যাপয়েন্টমেন্ট লিঙ্ক: https://forms.gle/ZrkumhdAr4F1rk5p6