বাংলাদেশ স্বাধীন হওয়ার দুই বছর পর শুরু হয়েছিল জাতীয় সংসদের যাত্রা। প্রথম সংসদ নির্বাচন হয়েছিল ১৯৭৩ সালের ৭ মার্চ। পরে ৭ এপ্রিল বসে জাতীয় সংসদের প্রথম অধিবেশন।
Published : 06 Apr 2023, 12:13 PM
জাতীয় সংসদের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বসেছে বিশেষ অধিবেশন, যেখানে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ স্মারক বক্তৃতা দেবেন।
স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৃহস্পতিবার বেলা ১১টায় একাদশ সংসদের এই বিশেষ অধিবেশন শুরু হয়, যা বর্তমান সংসদের ২২তম অধিবেশন। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনাও অধিবেশনে যোগ দিয়েছেন।
বাংলাদেশ স্বাধীন হওয়ার দুই বছর পর শুরু হয়েছিল জাতীয় সংসদের যাত্রা। প্রথম সংসদ নির্বাচন হয়েছিল ১৯৭৩ সালের ৭ মার্চ। পরে ৭ এপ্রিল বসে জাতীয় সংসদের প্রথম অধিবেশন।
এ উপলক্ষে গত ২১ মার্চ রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ বিশেষ অধিবেশন আহ্বান করেন।
অধিবেশনের শুরুতে স্পিকার সব সংসদ সদস্যদের স্বাগত জানান। সকলের অংশগ্রহণে বিশেষ অধিবেশন কার্যকর ও প্রাণবন্ত হবে বলে আশা প্রকাশ করেন।
অধিবেশনের শুরুতে সভাপতিমণ্ডলী মনোনয়ন দেন স্পিকার। এ অধিবেশনে সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন– এইচ এন আশিকুর রহমান, আসাদুজ্জামান নূর, মকবুল হোসেন, কাজী ফিরোজ রশীদ ও কানিজ ফাতেমা আহমেদ। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিমণ্ডলীর সদস্যরা অগ্রবর্তিতার ভিত্তিতে সংসদে সভাপতির দায়িত্ব পালন করেন।
সভাপতিমণ্ডলী মনোনয়নের পর সংসদে শোকপ্রস্তাব উত্থাপন করেন স্পিকার। পরে এক মিনিট নিরবতা পালন শেষে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।
অধিবেশন শুরুর দিন স্বাভাবিক কার্যক্রম চললেও দ্বিতীয় দিন শুরু হবে বিশেষ অধিবেশন। সেদিন বিকাল ৩টায় বসবে সংসদ, স্মারক বক্তব্য দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
বিদায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদের এটাই হতে যাচ্ছে সংসদে শেষ ভাষণ। আগামী ২৩ এপ্রিল এ রাষ্ট্রপতির টানা দুই মেয়াদ শেষ হতে যাচ্ছে।
রাষ্ট্রপতির ভাষণের পরদিন শনিবার সকালে শুরু হবে সংসদের অধিবেশন। সেদিন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদের সুবর্ণজয়ন্তী উপলক্ষে সাধারণ প্রস্তাব তুলবেন। পরের দুই দিন সাধারণ প্রস্তাবের উপর সংসদ সদস্যরা বক্তব্য রাখবেন। এরপর তা গ্রহণ করা হবে।
মহামারীর ধারাবাহিকতায় এবারও সংসদ সদস্যদের কোভিড-১৯ পরীক্ষা করিয়ে সংসদ অধিবেশনে যোগ দিতে হয়েছে। এছাড়া সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট সবাইকে বিধিনিষেধ অনুসরণ করতে বলা হয়েছে।
অধিবেশন ৯ এপ্রিল পযন্ত
বৃহস্পতিবার অধিবেশন বসার আগে সকাল ১০টায় স্পিকারের সভাপতিত্বে হয় সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠক। এ অধিবেশন ৯ এপ্রিল পর্যন্ত চালানোর সিদ্ধান্ত হয় সেখানে।
সসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ২০টি ও অন্যান্য মন্ত্রীর জন্য ৪৪৯টি প্রশ্নসহ মোট ৪৬৯টি প্রশ্ন পাওয়া গেছে, ৭১ বিধিতে মনোযোগ আকর্ষণের নোটিস পাওয়া গেছে ৩৫টি।
অধিবেশনে উত্থাপনের জন্য ৮টি সরকারি বিলের নোটিস পাওয়া গেছে। গত অধিবেশনে অনিষ্পন্ন ৯টি বিলসহ ১৭টি বিলের মধ্যে কমিটিতে পরীক্ষাধীন ৭টি, পাসের অপেক্ষায় ১টি ও উত্থাপনের অপেক্ষায় ৯টি। বেসরকারি সদস্যদের বিলের কোনো নোটিস পাওয়া যায় নি।
বইয়ের মোড়ক উন্মোচন
কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিন সংসদের ৫০বছর পূর্তি উপলক্ষে 'সংসদে বঙ্গবন্ধু' ও 'মুজিববর্ষ বিশেষ অধিবেশন' বইয়ের মোড়ক উন্মোচন করেন।
প্রধানমন্ত্রী বলেন, “১৯৭০ এর নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নিরঙ্কুশ জয়ের পরও ক্ষমতা না দেওয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালে সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জিত হয়। স্বাধীনতা অর্জনের পরপরই বঙ্গবন্ধু জাতিকে উপহার দেন সংবিধান। এরপর, ৭ মার্চ ১৯৭৩ সাধারণ নির্বাচন অনুষ্ঠান- এটা বিশ্বে বিরল।”
বৈঠকে অংশগ্রহণ করেন কমিটির সদস্য বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ, আমির হোসেন আমু, শেখ ফজলুল করিম সেলিম, ওবায়দুল কাদের, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু, আনিসুল হক, আনিসুল ইসলাম মাহমুদ, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী।
সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম বৈঠক সঞ্চালনা করেন। সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
শোক প্রস্তাব
গুলিস্তানের সিদ্দিক বাজারে বিস্ফোরণে নিহতদের প্রতি শোক জানিয়েছে জাতীয় সংসদ। এছাড়া গুলিস্তানের বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দুঃখ প্রকাশ করা হয় অধিবেশনে।
অধিবেশনের শুরুতে শোক প্রস্তাব উত্থাপন করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। পরে দুইজন সাবেক মন্ত্রী, সাতজন সাবেক সংসদ সদস্যের মৃত্যুতে সর্বসম্মতিক্রমে একটি শোক প্রস্তাব গৃহীত হয়।
যাদের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়েছে তারা হলেন- প্রথম জাতীয় সংসদের যশোর-২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নূরে আলম সিদ্দিকী; নবম জাতীয় সংসদে ময়মনসিংহ-৭ আসনের সাবেক সংসদ সদস্য রেজা আলী; সাবেক তথ্যমন্ত্রী ও সাবেক যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা; সাবেক তথ্যমন্ত্রী এবং সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী হাবিব উল্লাহ খান; অষ্টম জাতীয় সংসদে বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মো. দেলোয়ার হোসেন; ষষ্ঠ, সপ্তম ও অষ্টম জাতীয় সংসদের নওগাঁ-৪ আসনের সাবেক সংসদ-সদস্য সামসুল আলম প্রামানিক; অষ্টম জাতীয় সংসদের নাটোর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মো. মোজাম্মেল হক; পঞ্চম জাতীয় সংসদের ময়মনসিংহ-৯ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল হোসেন খান চৌধুরী এবং তৃতীয় ও চতুর্থ জাতীয় সংসদের ময়মনসিংহ-১০ আসনের সাবেক সংসদ সদস্য এনামুল হক।
এছাড়া জাতীয় সংসদ সচিবালয়ে কর্মরত কামরা পরিচারক মো. সিদ্দিকুর রহমানের মৃত্যুতে জাতীয় সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করে।
শোক প্রস্তাবে মাদারীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আহমেদ খান, লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. আবু তাহের, মুক্তিযুদ্ধকালীন চিত্রগ্রাহক ও জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য ফটোসাংবাদিক জালালউদ্দিন হায়দার, একুশে পদকপ্রাপ্ত ভাস্কর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক শামীম শিকদার এবং র্যাংগস গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আ. রউফ চৌধুরীর মৃত্যুতেও সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করে।
এ ছাড়া গুলিস্তানের সিদ্দিকবাজারে ভয়াবহ বিস্ফোরণ, বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, মাদারীপুরের শিবচরে এক্সপ্রেসওয়েতে বাস দুর্ঘটনা, তুরস্ক ও সিরিয়ায় শক্তিশালী ভূমিকম্প, মোজাম্বিক ও মালাবিতে উপকূলীয় ঘূর্ণিঝড় ফ্রেডির আঘাত, সৌদি আরবের মক্কায় ওমরাহ করতে যাওয়ার সময় বাস দুর্ঘটনা, ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে সড়ক দুর্ঘটনাসহ দেশ-বিদেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহতদের স্মরণে জাতীয় সংসদ গভীর শোক প্রকাশ করে।