ঢাকায় ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু

তৃতীয় তলার ছাদে রড বাঁধার সময় তারা নিচে পড়ে যান বলে পুলিশ জানিয়েছে।

ঢাকা মেডিকেল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 May 2023, 08:18 AM
Updated : 13 May 2023, 08:18 AM

ঢাকার কদমতলীতে নির্মাণাধীন একটি ভবনের তৃতীয় তলা থেকে পড়ে মারা গেছেন দুই শ্রমিক।

শনিবার সকালে পোস্তগোলায় ওই ভবনের ছাদে রড বাঁধার সময় তারা নিচে পড়ে যান বলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান।

নিহত দুইজনের নামই রাব্বি। একজনের বয়স ২০, অপরজনের ১৮। দুজনের বাড়িই টাঙ্গাইলে।

নির্মাণাধীন ওই ভবনটিতে তারা একসঙ্গে কাজ করছিলেন বলে তাদের সহকর্মী সাগর জানান।

পুলিশ কর্মকর্তা বাচ্চু মিয়া বলেন, “একজনকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়। অপরজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।”

এর আগে শুক্রবার বিকালে গুলশান ২ নম্বরে নির্মাণাধীন একটি ভবন থেকে পড়ে আব্দুল খালেক (৫০) নামে এক শ্রমিক মারা যান। তার বাড়ি চাঁদপুরে।

ভবনের একতলা ছাদ থেকে তিনি পড়ে গিয়েছিলেন।

পুলিশ কর্মকর্তা বাচ্চু মিয়া জানান, ঢাকা মেডিকেলে আনার চিকিৎসক জানান খালেক মারা গেছেন।