কক্সবাজারে রেল হার মানিয়েছে ‘স্বপ্নকেও’: তথ্যমন্ত্রী

ইউরোপেও এত সুন্দর রেলস্টেশন খুব কম আছে, বলেন তিনি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Nov 2023, 04:36 PM
Updated : 11 Nov 2023, 04:36 PM

পর্যটননগরী কক্সবাজারে ট্রেন চালু এ অঞ্চলসহ দেশের মানুষের স্বপ্নকে হার মানিয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। 

শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন এ রুটে ১০০ কিলোমিটার রেলপথ ও কক্সবাজার রেল স্টেশন উদ্বোধন করেন। 

পর্যটকদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে চট্টগ্রাম থেকে কক্সবাজারের সঙ্গে তৈরি হয়েছে রেল যোগযোগ। এর মাধ্যমে ঢাকা থেকে কক্সবাজারের রেল যোগাযোগও তৈরি হল। বহুল আকাঙ্ক্ষিত এ রেলপথ শনিবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ট্রেনে করে তিনিসহ অতিথিরা রামু পর্যন্ত যান।

ট্রেনে ভ্রমণকালে তথ্যমন্ত্রী ও চট্টগ্রামের সংসদ সদস্য হাছান মাহমুদ এমন মন্তব্য করেন বলে বাসস জানিয়েছে। এসময় চট্টগ্রামের আরেক সাংসদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন তার সঙ্গে ছিলেন। 

তথ্যমন্ত্রী বলেছেন, "দোহাজারী-কক্সবাজার রেল চলাচল এবং ঝিনুকের আদলে নির্মিত সৈকতনগরী কক্সবাজার রেলস্টেশন উদ্বোধন এ অঞ্চলসহ সারাদেশের মানুষের স্বপ্নকে হার মানিয়েছে। 

"জননেত্রী শেখ হাসিনা ওয়াদা করেছিলেন কক্সবাজার পর্যন্ত ট্রেন নিয়ে আসবেন, আজ সেই ওয়াদা পূর্ণ হল, কক্সবাজার পর্যন্ত ট্রেন চলাচল শুরু হল।"  

কক্সবাজারে এমন একটি 'আইকনিক' রেল স্টেশনের কথা কেউ স্বপ্নেও ভাবেনি উল্লেখ করে তিনি বলেন, ইউরোপে পড়াশোনা করেছি, সেখানেও এত সুন্দর রেলস্টেশন খুব কম আছে। 

"সুতরাং এটি কক্সবাজারসহ সারাদেশের মানুষের স্বপ্নকে হার মানিয়েছে এবং বৃহত্তর চট্টগ্রামের মানুষ হিসেবে আমি সবাইকে ট্রেনে কক্সবাজার আসার আমন্ত্রণ জানাই।"