প্রাথমিক তদন্তে পাওয়া তথ্যের বরাতে র্যাব কর্মকর্তা খন্দকার আল মঈন জানান, ৪৫ আসনের বাসটিতে প্রায় ৫৫ জন যাত্রী নিয়ে খামখেয়ালিপনা এবং বেপরোয়া গতিতে চালানোর কারণেই এই দুর্ঘটনা ঘটে।
Published : 26 Jul 2023, 04:09 PM
ভারী যানবাহন চালানোর লাইসেন্স না থাকা বাসচালকের খামখেয়ালিপনার কারণেই ঝালকাঠির ছত্রকান্দায় দুর্ঘটনায় ১৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে র্যাব।
দুর্ঘটনার শিকার বাশার স্মৃতি পরিবহনের বাসের চালক মোহন খানকে গ্রেপ্তারের পর বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে এসে এ কথা জানান বাহিনীর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন।
বুধবার সকালে গাজীপুর থেকে বাসচালক মোহন খানকে গ্রেপ্তার করে র্যাব।
এর আগে গত সোমবার ওই বাসের সুপারভাইজার মো. ফয়সাল ওরফে মিজানকেও র্যাব গ্রেপ্তার করে। চালকের সহকারী এখনও পলাতক।
বাসটিতে অতিরিক্ত যাত্রী ছিল জানিয়ে র্যাব কর্মকর্তা খন্দকার আল মঈন বলেন, “৪৫ আসনের বাসটিতে প্রায় ৫৫ জন যাত্রী নিয়ে খামখেয়ালি এবং বেপরোয়া গতিতে চালানোর কারণেই এই দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিক তদন্তে আমরা জানতে পেয়েছি।”
এর আগে দুর্ঘটনায় বেঁচে যাওয়া আরোহীদেরও অভিযোগ ছিল, বাসের ভেতরে অনেক যাত্রী দাঁড়িয়ে ছিলেন। যাত্রাপথে বিভিন্ন জায়গা থেকে বাসভর্তি করে যাত্রী তোলা হয়েছিল। একপর্যায়ে ভেতরে জায়গা না পেয়ে যাত্রীদের ছাদের উপরে তোলা হয়।
ঝালকাঠির সড়কে ১৭ মৃত্যু: সেই বাসচালক গ্রেপ্তার
দুর্ঘটনার সময় সুপারভাইজার মিজানও বাসের ছাদে ছিলেন বলে র্যাবকে জানিয়েছিলেন।
গত ২২ জুলাই সকাল ৯টার দিকে ঝালকাঠির ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদ সংলগ্ন ছত্রকান্দা এলাকায় বাশার স্মৃতি পরিবহনের বাসটি উল্টে রাস্তার পাশের পুকুরে পড়ে গেলে ১৭ যাত্রীর প্রাণ যায়। আহত হন আরও অন্তত ৩৫ জন।
প্রাথমিকভাবে পুলিশ বলেছিল, ভাণ্ডারিয়া থেকে ঝালকাঠিগামী বাসটির চাকা ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ হারান, তাতেই বাসটি উল্টে যায়।
গ্রেপ্তার চালকের কাছ থেকে পাওয়া তথ্যের বরাতে খন্দকার মঈন বলেন, “বাসচালকের হালকা যানবাহন চালানোর লাইসেন্স আছে, বাস চালানোর জন্য যে ভারী লাইসেন্স প্রয়োজন সেটা তার নেই।”
সাম্প্রতিক সময়ে হালকা যানবাহনের লাইসেন্স দিয়েই মোহন বাসটি চালানো শুরু করেন জানিয়ে মঈন জানান, “প্রায় তিন বছর ধরে চালক মোহন এই রুটে বিভিন্ন যানবাহন চালিয়ে আসছিল।
“বাসটির ফিটনেস সার্টিফিকেট থাকলেও স্পিড মিটার নষ্ট ছিল বলে চালক আমাদেরকে জানিয়েছে।”
দুর্ঘটনার পর বাসচালক মোহন টঙ্গী, গাজীপুর, আশুলিয়াসহ বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিল জানিয়ে তিনি বলেন, র্যাব-৮ এবং র্যাব হেডকোয়ার্টার্সের গোয়েন্দা শাখা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।