দেশজুড়ে ৩০০ আসনের খসড়া ভোট কেন্দ্রের তালিকা প্রকাশ করেছে ইসি।
Published : 16 Aug 2023, 10:53 PM
পাঁচ বছর আগের তুলনায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রের সংখ্যা বাড়ছে প্রায় ৫ শতাংশ।
সম্ভাব্য খসড়া ভোট কেন্দ্রের তালিকা অনুযায়ী, ৩০০ আসনে এবার ভোট কেন্দ্র দাঁড়াতে পারে ৪২ হাজার চারশ’র মতো।
২০১৮ সালে একাদশ সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র ছিল ৪০ হাজারের বেশি। সেবার ভোটার ছিল ১০ কোটি ৪০ লাখেরও বেশি, এবার তা বেড়ে হয়েছে ১১ কোটি ৯১ লাখের বেশি।
এবার ভোট কেন্দ্র বাড়ার পাশাপাশি ভোট কক্ষও বাড়ছে। ২০১৮ সালে ভোটের সময় ২ লাখ ৭ হাজার ৩৯৯ ভোট কক্ষ থেকে বেড়ে ২০২৩ সালে ২ লাখ ৬১ হাজার ৫০০ হতে পারে। এক্ষেত্রে কক্ষ বাড়ছে ২৬ শতাংশ।
১০টি আঞ্চলিক নির্বাচন অফিসের সম্ভাব্য ভোট কেন্দ্রের সমন্বিত তালিকা বুধবার প্রকাশিত হয়েছে। চূড়ান্তভাবে তা কিছুটা কম-বেশি হতে পারে।
ইসি সচিবালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ভোটার সংখ্যা বৃদ্ধি, যোগাযোগ ব্যবস্থা ও স্থানীয় ব্যক্তিবর্গের চাহিদার পরিপ্রেক্ষিতে ভোট কেন্দ্র বাড়ছে। দাবি-আপত্তি নিষ্পত্তি শেষে এ সংখ্যা কম-বেশি হতে পারে।
প্রকাশিত খসড়ার উপর দাবি-আপত্তির নেওয়ার শেষ তারিখ ৩১ অগাস্ট; দাবি-আপত্তি নিষ্পত্তির শেষ তারিখ ১১ সেপ্টেম্বর এবং খসড়া ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করতে হবে ১৭ সেপ্টেম্বর।
নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, সেপ্টেম্বরের মধ্যে খসড়া ভোট কেন্দ্রের তালিকা চূড়ান্ত হওয়ার পর আইন-বিধি অনুযায়ী ভোটের অন্তত ২৫ দিন আগে গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন।
গেজেট প্রকাশের পরও সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের পর কোনো ভোট কেন্দ্র প্রতিদ্বন্দ্বী প্রার্থীর অধীনে বা নিয়ন্ত্রণে থাকলে তা সরেজমিন যাচাই করে রিটার্নিং কর্মকর্তা জরুরি ভিত্তিতে কমিশনকে জানাবেন। তখন বিষয়টি পর্যালোচনা করে সিদ্ধান্ত দেওয়া হবে।
নীতিমালা অনুযায়ী, গড়ে ৩ হাজার ভোটারের জন্য একটি ভোট কেন্দ্র, গড়ে ৫০০ জন পুরুষ ও ৪০০ জন নারী ভোটারের জন্য একটি ভোট কক্ষ নির্ধারণ করতে হবে।
এ বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহে বা আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে দ্বাদশ সংসদ নির্বাচন হবে।
ইসির অঞ্চলভিত্তিক খসড়া তালিকায় সম্ভাব্য ভোটকেন্দ্র ও ভোটকক্ষের সংখ্যা
অঞ্চল | ২০১৮ সালে সম্ভাব্য ভোটকেন্দ্র | ২০১৮ সালে সম্ভাব্য ভোটকক্ষ | ২০২৩ সালে সম্ভাব্য ভোটকেন্দ্র | ২০২৩ সালে সম্ভাব্য ভোটকক্ষ |
রংপুর | ৪,৪৯৪ | ২২,৯৭৯ | ৪,৬৬৩ | ২৯,৫৬৩ |
রাজশাহী | ৫,১১৩ | ২৭,৬৪৪ | ৫,৪৭৫ | ৩৪,৩১২ |
খুলনা | ৪,৮৩৫ | ২৪,৫২২ | ৫,০২২ | ৩০,৩৭৪ |
বরিশাল | ২,৬৭৭ | ১৩,৩৯৭ | ২,৮২১ | ১৬,৮৩৫ |
ময়মনসিংহ | ৪৭৫৬ | ২৫,১৫৬ | ৫,০৫৩ | ৩২২,৯৯১ |
ঢাকা | ৬,১৫৬ | ৩১,০৭৮ | ৬,৩৯১ | ৩৭,৮৭৬ |
ফরিদপুর | ২,০৭৫ | ৯,৭৮১ | ২,১৫০ | ১২,৬৪৮ |
সিলেট | ২,৮০৫ | ১৩,৪৭৯ | ২,৮৬৫ | ১৬,৮০৬ |
কুমিল্লা | ৪,২৯৪ | ২৩,৪৯১ | ৩,১৬৫ | ২০,৪০৫ |
চট্টগ্রাম | ২,৯৭৮ | ১৫,৭৯২ | ৭,৯৮২ | ১৫,৮২৭ |
মোট | ৪০,১৮৩ | ২,০৭,৩১৯ | ৪২,৩৩৮ | ২,৬১,৫৭৯ |