ভোরে কাজে যাওয়ার পথে কোনাপাড়া বাসস্ট্যান্ড সামনে তিনি দুর্ঘটনায় পড়েন।
Published : 26 Feb 2023, 11:44 AM
রাজধানীর যাত্রাবাড়ীর কোনাপাড়ায় গাড়ির চাকায় পিষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
মো. মনির সরদার নামের ৪৫ বছর বয়সী ওই ব্যক্তি ডেমরা সিটি মিলের শ্রমিক ছিলেন। রোববার ভোরে কাজে যাওয়ার পথে কোনাপাড়া বাসস্ট্যান্ড সামনে তিনি দুর্ঘটনায় পড়েন।
যাত্রাবাড়ী থানার ওসি মফিজুল আলম শামীম বলেন, মনির রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে জাতীয় জরুরি সেবার নম্বর ৯৯৯ এ খবর পেয়ে পুলিশ সেখানে নিয়ে লাশ উদ্ধার করে।
“গাড়ি চাপায় মনিরের মাথা থেঁতলে যায়। আমরা দুর্ঘটনার জন্য দায়ী গাড়িটি শনাক্তের চেষ্টা করছি,” বলেন ওসি।
মনির সরদারের গ্রামের বাড়ি মাদারীপুর জেলার কালকিনির উত্তর আন্দার চরে। ডেমরায় তিনি থাকতেন কোনাপাড়া এলাকায়।