কবি চন্দ্রকান্ত মুড়াসিংয়ের মৃত্যুতে কবিতা পরিষদের শোক

সোমবার সকালে প্রাতঃভ্রমণের সময় আকস্মিকভাবে অসুস্থ হয়ে তিনি মারা যান।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 March 2023, 02:32 PM
Updated : 27 March 2023, 02:32 PM

ভারতের ত্রিপুরা রাজ্যের কবি চন্দ্রকান্ত মুড়াসিংয়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছে জাতীয় কবিতা পরিষদ।

সোমবার ক‌বিতা প‌রিষ‌দের সভাপ‌তি মুহাম্মদ সামাদ ও সাধারণ সম্পাদক তা‌রিক সুজাত স্বাক্ষরিত এক বিবৃতিতে শোক প্রকাশ করে বলা হয়, সা‌হিত‌্য ও সংস্কৃ‌তিতে তার অনন‌্য অবদা‌নের কারণে বাংলা‌দেশ-ভার‌তের মানুষ তাঁ‌কে শ্রদ্ধার স‌ঙ্গে স্মরণ কর‌বে।

"তি‌নি ছি‌লেন জাতীয় ক‌বিতা প‌রিষ‌দের একজন এক‌নিষ্ঠ সুহৃদ। ক‌বি চন্দ্রকান্ত মুড়া‌সিং উত্তর-পূর্ব জাতীয় ক‌বিতা প‌রিষদ গঠন ক‌রে বাংলা‌দেশ ও উত্তরপূর্ব ভার‌তের ক‌বি-সা‌হি‌ত্যিক-সংস্কৃ‌তিকর্মী‌দের মধ্যে এক নি‌বিড় ও সৌহার্দপূর্ণ সম্পর্ক গ‌ড়ে তু‌লে‌ছি‌লেন। তার প্রয়াণ আমা‌দে‌রে জ‌ন্যে অপূরণীয় শূন্যস্থান তৈ‌রি কর‌ল।"

ত্রিপুরার কবি চন্দ্রকান্ত মুড়াসিং সোমবার সকালে প্রাতঃভ্রমণের সময় আকস্মিকভাবে অসুস্থ হয়ে মারা যান।

তার বয়স হয়েছিল ৬৬ বছর। স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে এবং নাতি-নাতনিদের তিনি রেখে গেছেন।

কবি চন্দ্রকান্ত ত্রিপুরার আদিবাসীদের ভাষা ককবরক-এ ‌লি‌খে‌ছেন, প্রকাশ করেছেন কবিতার পাঁচটি বই। ‘সমসাময়িক ত্রিপুরায় জনজীবনের যন্ত্রণা’ তার কবিতার মূল প্রতিপাদ্য; ত্রিপুরার পাহাড়, খরস্রোতা নদী ও পাখির গানের সুরকে তিনি ধারণ করেছেন কবিতায়।

ককবরক সাহিত্যের বিকাশে অবদানের জন্য তিনি ১৯৯৭ সালে সাহিত্য একাডেমি এবং নয়াদিল্লি থেকে ভাষাসম্মান পুরস্কার পান। 

রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি থেকে ককবরক ভাষায় স্বরলিপি তৈরি করেন কবি চন্দ্রকান্ত মুড়াসিং। ১৯৯৭ সালে প্রতিষ্ঠা করেন ককবরক সাহিত্য একাডেমি।