আরও পাঁচটি প্রতিষ্ঠানকে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো (সিআইআই) হিসেবে ঘোষণার সিদ্ধান্ত হয়েছে।
Published : 10 Aug 2023, 01:10 AM
সাইবার নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে এমন শঙ্কা থেকে সরকারের গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোগুলোতে (সিআইআই) পাইরেটেড বা নকল সফটওয়্যার এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
বুধবার সিআইআইগুলোর নিরাপত্তা বিষয়ে নেওয়া কার্যক্রমের পর্যালোচনা সভায় তিনি এ আহ্বান জানান। তথ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে আরও বলা হয়, সাইবার নিরাপত্তা জোরদার করতে সরকারের আরও পাঁচটি প্রতিষ্ঠানকে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো হিসেবে ঘোষণার সিদ্ধান্ত হয়েছে ওই সভায়।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন প্রতিমন্ত্রী পলক।
সম্প্রতি নিজেদের ‘হ্যাক্টিভিস্ট’ দাবি করা একদল হ্যাকারের সাইবার হামলার হুমকির মুখে এ সভা অনুষ্ঠিত হয়। ১৫ অগাস্টকে সামনে রেখে একটি ‘উগ্রপন্থি’ হ্যাকার গ্রুপের তরফ থেকে সাইবার হামলার হুমকি পাওয়ার পর গত ৪ অগাস্ট সরকারের জরুরি সাড়াদান দলের তরফে সতর্কতা জারি করা হয়।
এমন প্রেক্ষাপটে অনুষ্ঠিত এ সভায় তিনি বলেন, পাইরেটেড সফটওয়্যার ব্যবহারের ফলে ‘ব্যাকডোরের’ মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর তথ্য চুরির ঝুঁকি তৈরির পাশাপাশি অন্যান্য সাইবার নিরাপত্তা ইস্যু তৈরি হচ্ছে।
এ কারণে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো ও অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে পাইরেটেড সফটওয়্যার ব্যবহারের বদলে ‘জেনুইন বা লাইসেন্সড’ সফটওয়্যার ব্যবহারের আহ্বান জানান প্রতিমন্ত্রী।
অপরদিকে সব সিআইআই প্রতিষ্ঠান প্রধানদের অংশগ্রহণে পরবর্তীতে মন্ত্রিপরিষদ বিভাগে সাইবার নিরাপত্তা বিষয়ে বিশেষ সভা আয়োজনের সিদ্ধান্তও হয়েছে সভায় বলে তথ্য অধিদফতর জানিয়েছে।
সভায় গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোসমূহের বিভিন্ন সাইবার নিরাপত্তা ইস্যু, আইসিটিতে জনবল কাঠামো উন্নয়ন, আইসিটি খাতে বরাদ্দ বাড়ানো, নিয়মিত আইটি অডিট পরিচালনা, সিকিউরিটি অপারেশন সেন্টার (এসওসি) ও নেটওয়ার্ক অপারেশন সেন্টার (এনওসি) গঠন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় আইসিটি বিভাগের সচিব সামসুল আরেফিন, ডিজিটাল নিরাপত্তা এজেন্সির মহাপরিচালক আবু সাঈদ মো. কামরুজ্জামান, বিজিডি ই-গভ সার্ট এর প্রকল্প পরিচালক সাইফুল ইসলাম খানসহ সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।