লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছেন ১২ হাজার ৭৮৯ জন।
Published : 06 Jun 2023, 06:54 PM
পরীক্ষা নেওয়ার ১৭ দিনের মধ্যে ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে; যাতে লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছেন ১২ হাজার ৭৮৯ জন।
মঙ্গলবার সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।
পিএসসির ওয়েবসাইট কিংবা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট থেকে ফলাফল জানা যাবে।
গত ১৯ মে এ পরীক্ষায় ২ লাখ ৬৮ হাজার ১১৯ জন অংশ নিয়েছিলেন।
পিএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুক্তিসংগত কোনো কারণে ফলাফল সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা করতে পারবে বলে জানানো হয়েছে।
৪৫তম বিসিএসের মাধ্যমে ২ হাজার ৩০৯ জনকে ক্যাডার পদে এবং নন-ক্যাডারে এক হাজার ২২ জনকে নিয়োগ দেওয়া হবে।
এ বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে ২৭৪ জন, পুলিশে ৮০ জন, কাস্টমসে ৫৪ জন, চিকিৎসা ক্যাডারে ৫৩৯ জন, শিক্ষা ক্যাডারে ৪৩৭ জনকে নিয়োগ দেওয়ার কথা রয়েছে।