এপিসকপাল যুব কমিশনের রজত জয়ন্তী উদযাপন

শনিবার মহাখ্রিস্টযাগের মধ্য দিয়ে রজত জয়ন্তী উৎসবের সমাপ্তি ঘটবে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Nov 2023, 02:29 PM
Updated : 10 Nov 2023, 02:29 PM

ক্যাথলিক তরুণ-তরুণীদের উন্নয়নে কাজ করা এপিসকপাল যুব কমিশনের রজত জয়ন্তী উদযাপন শুরু হয়েছে। 

শুক্রবার ঢাকার মোহাম্মপুরে সিবিসিবি সেন্টার প্রাঙ্গণে জাতীয় দুই দিনের উৎসবের সূচনা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বেলা ৩টায় জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে এ উৎসব উদ্বোধন করা হয়। এছাড়াও দুই দিনব্যাপী সাংষ্কৃতিক অনুষ্ঠান, ডকুমেন্টারি প্রদর্শন, ক্রেস্ট বিতরণ, লটারি ড্র ও অন্যান্য আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হবে। 

শনিবার মহাখ্রিস্টযাগের (ক্যাথলিক উপাসনা) মধ্য দিয়ে রজত জয়ন্তী উৎসবের সমাপ্তি ঘটবে। 

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ক্যাথলিক বিশপ সম্মিলনীর চেয়ারম্যান আর্চবিশপ বিজয় এন ডি’ক্রুজ, কারিতাস বাংলাদেশের নির্বাহী পরিচালক সেবাস্টিয়ান রোজারিওসহ অন্যরা উপস্থিত ছিলেন।