মামলার ধার্য তারিখে আদালতে হাজির না হওয়ায় বিচারক এ আদেশ দিয়েছেন।
Published : 30 Mar 2023, 02:34 PM
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী অরিত্রী অধিকারীর আত্মহত্যায় প্ররোচনার মামলায় তার শিক্ষিকা নাজনীন ফেরদৌস ও জিন্নাত আরার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।
মামলার ধার্য তারিখে আদালতে হাজির না হওয়ায় ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আব্দুল্লাহ আল মামুন এ আদেশ দেন।
বাদী পক্ষের আইনজীবী সবুজ বাড়ৈ বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেনন, মামলাটি ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত থেকে বদলি হয়ে এ আদালতে আসে। এরপর দুটি ধার্য তারিখে আসামিরা অনুপস্থিত ছিলেন। সর্বশেষ ২৮ মার্চও তারা আদালতে না আসায় বিচারক গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
আগামী ১৮ এপ্রিল এ মামলায় সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন রয়েছে বলে আইনজীবী সবুজ বাড়ৈ জানান।
২০১৮ সালের ৩ ডিসেম্বর শান্তিনগরের বাসায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে নবম শ্রেণির শিক্ষার্থী অরিত্রী (১৫)। তার আগের দিন পরীক্ষায় নকল করার অভিযোগে তাকে পরীক্ষা হল থেকে বের করে দিয়েছিল স্কুল কর্তৃপক্ষ।
স্কুল কর্তৃপক্ষের দাবি, অরিত্রী পরীক্ষায় মোবাইল ফোনে নকল নিয়ে টেবিলে রেখে লিখছিল। অন্যদিকে স্বজনদের দাবি, নকল করেনি অরিত্রী।
এরপর অরিত্রীর বাবা-মাকে ডেকে নেওয়া হয় স্কুলে। তখন অরিত্রীর সামনে তার বাবা-মাকে অপমান করা হয়েছিল বলে অভিযোগ ওঠে। ওই দিনই আত্মহত্যা করে অরিত্রী।
অরিত্রীর আত্মহত্যার পর তার সহপাঠীরা বিক্ষোভে নামে, ৪ ডিসেম্বর তার বাবা দিলীপ অধিকারী আত্মহননে প্ররোচনার অভিযোগ এনে মামলা করেন।
তদন্ত শেষে পুলিশ ভিকারুননিসার প্রধান ক্যাম্পাসের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজনীন ফেরদৌস ও প্রভাতি শাখার প্রধান জিন্নাত আরার বিরুদ্ধে অভিযোগপত্র দিলে ২০১৯ সালের ১০ জুলাই অভিযোগ গঠনের মধ্য দিয়ে তাদের বিচার শুরু করে আদালত।