ডেঙ্গু হয়েছে ধরে নিয়েই পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন চিকিৎসকরা।
Published : 10 Feb 2024, 04:20 PM
জ্বর নিয়ে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি হয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।
বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকে চিকিৎসকদের পর্যবেক্ষণ রয়েছেন ৬২ বছর বয়সী এ নির্বাচন কমিশনার।
জ্বর ও কাশিতে ভুগছেন রাশেদা সুলতানা। ডেঙ্গু ধরা না পড়লেও তার প্লেইটলেট স্বাভাবিক সীমার চেয়ে নেমে গেছে। বুধবার ছিল প্রতি মাইক্রোলিটারে ১ লাখ ২০ হাজার, বৃহস্পতিবার তা আরও কমেছে। ডেঙ্গু হয়েছে ধরে নিয়েই পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন চিকিৎসকরা।
তার একান্ত সচিব হাবিবা আখতার বলেন, “গত কিছুদিন মাঝে মাঝেই জ্বরে ভুগছিলেন স্যার। এর মধ্যে ডেঙ্গু পরীক্ষার ফল নেগেটিভ হলেও প্লেইটলেট কমে যাওয়ার প্রবণতা রয়েছে। এ পরিস্থিতিতে সকালে হাসপাতালে ভর্তি হয়েছেন। স্যারের হয়ত তেমন কোনো জটিলতা নেই, তবু সতর্ক থাকতে হচ্ছে।”
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)