এইচএসসি ও সমমান পরীক্ষার ফল চ্যালেঞ্জ করে জিপিএ-৫ পেয়েছেন ৩৭৩ জন। ফেল থেকে পাস করেছেন ৪৫৫ জন, যাদের একজন আবার পেয়েছেন জিপিএ-৫। বিভিন্ন গ্রেডে ফল বদলেছে আরও ২ হাজার ২৩০ জনের।
কারিগরি শিক্ষা বোর্ডের পুনঃনিরীক্ষার ফল এখনও প্রকাশ হয়নি, অন্য ১০ বোর্ডের পুনঃনিরীক্ষার ফলে এসব তথ্য পাওয়া গেছে। শুক্রবার এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষার এই ফল প্রকাশ করা হয়।
পুনঃনিরীক্ষায় উত্তরপত্র নতুন করে মূল্যায়ন করা হয় না, কেবল শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরের যোগফল দেখা হয়। উত্তরপত্রের চারটি দিক- সব প্রশ্নের সঠিকভাবে নম্বর দেওয়া হয়েছে কি না, প্রাপ্ত নম্বর গণনা ঠিক রয়েছে কি না, প্রাপ্ত নম্বর ওএমআর শিটে ওঠানো হয়েছে কি না এবং প্রাপ্ত নম্বর অনুযায়ী ওএমআর শিটের বৃত্ত ভরাট করা হয়েছে কি না, তা দেখা হয়ে থাকে।
পরিবর্তিত ফলে দেখা যায়, ঢাকা বোর্ডে ৯১৩ জনের ফল পরিবর্তন হয়েছে। জিপিএ-৫ পেয়েছেন ১৩৪ জন। ফেল থেকে পাস করেছেন ১৪৫ জন পরীক্ষার্থী।
চট্টগ্রাম বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৫৭ জন, ফেল থেকে পাস করেছেন ৭৪ জন। ফল পরিবর্তন হয়েছে ৩৯০ জনের।
এইচএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষায় সিলেট বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ১১ জন, ফেল থেকে পাস করেছেন ১৯ জন। ফল পরিবর্তন হয়েছে ১৯০ জনের।
রাজশাহী বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ২৫ জন, ফেল থেকে পাস করেছেন ২৪ জন। ফল পরিবর্তন হয়েছে ১০৭ জনের।
দিনাজপুর বোর্ডে এইচএসসি পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণে ১৬৬ জনের ফল পরিবর্তন হয়েছে। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৪৯ জন। ফেল থেকে পাস করেছেন ৬৪ জন পরীক্ষার্থী।
যশোর বোর্ডে এইচএসসি পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণে ৯৩ জনের ফল পরিবর্তন হয়েছে। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ২৫ জন। ফেল থেকে পাস করেছেন ৪৩ জন শিক্ষার্থী।
কুমিল্লা বোর্ডে ফেল থেকে পাস করেছেন ৪৪ জন শিক্ষার্থী। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৩২ জন পরীক্ষার্থী। এদের মধ্যে একজন পরীক্ষার্থী ফেল থেকে জিপিএ-৫ পেয়েছেন। ফল পরিবর্তন হয়েছে ১৭১ জনের।
ময়মনসিংহ বোর্ডে ফেল থেকে পাস করেছেন ৭ জন শিক্ষার্থী। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১০ জন পরীক্ষার্থী। ফল পরিবর্তন হয়েছে ৬৪ জনের।
বরিশাল শিক্ষা বোর্ডে ফল পরিবর্তন হয়েছে ৮৭ শিক্ষার্থীর, নতুন করে জিপিএ-৫ পেয়েছে ২০ জন, ফেল থেকে পাস করেছে ২০ জন।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণে ফল পরিবর্তন হয়েছে ৪৯ শিক্ষার্থীর। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১০ জন। ফেল থেকে পাস করেছেন ১৫ জন।
ঢাকা শিক্ষা বোর্ড ও আন্তঃশিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুনঃনিরীক্ষণে আবেদন বেশি পড়েছে। তবে খুব বেশি পরিবর্তন আসেনি। কোনো পরীক্ষকের করা ফলে নির্দিষ্ট হারের বেশি পরিবর্তন এলে তদন্ত করে রীতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।"
কোভিড মহামারীর পর সংক্ষিপ্ত সিলেবাসে ২০২২ সালে হওয়া উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা করা হয় ৮ ফেব্রুয়ারি। তাতে এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাস করে ৮৫ দশমিক ৯৫ শতাংশ শিক্ষার্থী।