কারাদণ্ডের পাশাপাশি তাকে ৫০ লাখ টাকা জরিমানাও করেছে আদালত।
Published : 14 Aug 2023, 02:25 PM
মুক্তিযোদ্ধা সংসদের ৫০ লাখ টাকা আত্মসাতের মামলায় সাবেক বিএনপি সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী রেদোয়ান আহমেদকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
ঢাকার দ্বিতীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. আখতারুজ্জামান সোমবার এই রায় ঘোষণা করেন।
দুদকের আইনজীবী মীর আহম্মেদ আলী সালাম জানান, তিন বছরের কারাদণ্ডের পাশাপাশি রেদোয়ান আহমেদকে ৫০ লাখ টাকা জরিমানা করেছে আদালত।
রায় ঘোষণার সময় অনুপস্থিত থাকায় রেদোয়ান আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন বিচারক।
এ মামলার অপর আসামি মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক মহাসচিব শাহ আলম চৌধুরীকে খালাস দেওয়া হয়েছে রায়ে।
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সাধারণ সম্পাদক রেদোয়ান আহমেদ এক সময় ছিলেন বিএনপির এমপি। ২০০২-২০০৬ সময়ের বিএনপি সররকরের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন তিনি।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনস্থ হাট-বাজার থেকে প্রতি বছর যে টাকা মন্ত্রণালয় পায় তার ৪ শতাংশ দুস্থ ও বেকার মুক্তিযোদ্ধাদের সহায়তার জন্য মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলকে দেওয়া হয়। ওই টাকা জমা রাখার জন্য সোনালী ব্যাংক মগবাজার শাখায় একটি হিসাব রয়েছে।
রেদোয়ান আহমেদ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান থাকা অবস্থায় এবং শাহ আলম মুক্তিযোদ্ধা সংসদের অর্থসচিব থাকা অবস্থায় ২০০২ সালে ওই ব্যাংক হিসাব থেকে ৫০ লাখ টাকা তুলে আত্মসাৎ করার অভিযোগ আনা হয় এ মামলায়।
মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম ২০০৭ সালের ১৫ ফেব্রুয়ারি রমনা থানায় মামলাটি দায়ের করেন। তদন্তের পর ২০০৭ সালের ৮ অক্টোবর দুদকের সহকারী পরিচালক মোহা. আবুল হোসেন রেদোয়ান ও শাহ আলমের বিরুদ্ধে অভিযোগপত্র দেন।
রেদোয়ান আহমদ তখন এ মামলার বৈধতা চ্যালেঞ্জ করে হাই কোর্টে রিট আবেদন করেন। ২০১০ সালের ২৫ অক্টোবর হাই কোর্ট ওই আবেদন খারিজ করে দেয়।
হাই কোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপিলের আবেদনও করেছিলেন রেদোয়ান আহমেদ। আপিল বিভাগ ২০১৫ সালের ১৫ নভেম্বর তা খারিজ করে দেন। ওই রায় পর্যালোচনার আবেদনও নাকচ হয়ে গেলে মামলা বিচারের বাধা কাটে।
রাষ্ট্রপত্ষে ১৫ জন সাক্ষীর মধ্যে বিভিন্ন সময় ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার রেদোয়ান আহমেদকে দোষী সাবস্ত করে রায় দিল আদালত।
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা আরেকটি মামলার বিচার চলছে রেদোয়ান আহমেদের বিরুদ্ধে।