Published : 16 Jan 2024, 08:08 PM
জনগণকে সেবা দেওয়ার প্রশ্নে ভূমি কর্মকর্তা-কর্মচারীদের সতর্ক করেছেন নতুন ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ।
ভূমি মন্ত্রণালয় ও এর আওতাভুক্ত দপ্তর-সংস্থায় কর্মরতদের উদ্দেশে তিনি বলেছেন, “আপনাদের প্রতি আমি আপিল (অনুরোধ) করছি, জনকল্যাণে যথাযথ ভূমি সেবা নিশ্চিত করতে কাজ করুন; একইসাথে সতর্কও করছি যেন এর ব্যত্যয় না হয়।”
কেউ জনগণকে যথাযথ সেবা না দিলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেবেন বলে হুঁশিয়ার করেন তিনি।
মঙ্গলবার রাজধানীর ভূমি ভবনের কেন্দ্রীয় সেমিনার হলে ‘ভূমি মন্ত্রণালয়ের আওতাভুক্ত দপ্তর ও সংস্থা সমূহের কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ’ সভায় বক্তব্য রাখছিলেন নারায়ন।
তিনি বলেন, “বিত্তশালী এবং বিত্তহীন সকল নাগরিকই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ট্যাক্স দেন। চাকরি করে নাগরিক সেবা দেওয়ার কর্তব্য যথাযথভাবে পালন না করার অর্থ হচ্ছে চাকরির উপার্জন হালাল না হওয়া।”
২০১৪ থেকে ২০১৮ পর্যন্ত মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও মন্ত্রীর দায়িত্ব পালন করা নারায়ন চন্দ্র চন্দ মন্ত্রী হয়ে ফিরেছেন ভূমি মন্ত্রণালয়ে।
প্রধান শিক্ষক হিসেবে পেশাজীবন শুরু করা নারায়ন চন্দ্র ছয়বার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন। ১৯৯৬ সালে উপ নির্বাচনে প্রথমবারের মতো সংসদে যান। পরে ২০০৮ থেকে টানা সংসদে প্রতিনিধিত্ব করছেন।
নারায়ন বলেন, “আমাকে প্রধানমন্ত্রী একটা মিশন নিয়ে ভূমি মন্ত্রণালয়ে পাঠিয়েছেন; তা হচ্ছে দক্ষ, স্বচ্ছ ও জনবান্ধব ভূমিসেবা নিশ্চিত করা। স্মার্ট ভূমি ব্যবস্থাপনা বাস্তবায়ন করে এই মিশন পূরণ করতে আমি দৃঢ়ভাবে সংকল্পবদ্ধ।
“আমার বিশ্বাস, আমরা সবাই নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করলে ভূমি মন্ত্রণালয় থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী যা চাচ্ছেন, তা পূরণ করা সম্ভব।”
মন্ত্রী বলেন, “দারিদ্র্য বিমোচন, নারী অধিকার নিশ্চিতকরণ, আর্থ-সামাজিক উন্নয়ন, শিল্প ও খনিজ সম্পদ, কৃষি ও খাদ্য নিরাপত্তা এবং সর্বোপরি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলাসহ উন্নয়নের সকল ক্ষেত্রে ভূমি প্রয়োজন। এজন্য টেকসই, জবাবদিহিমূলক ও জনবান্ধব ভূমি সংস্কার বাস্তবায়ন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকারের অংশ।”
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভূমি সচিব খলিলুর রহমান, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান এ কে এম শামিমুল হক, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান আব্দুস সবুর মন্ডল, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক আনিস মাহমুদ।