ঘূর্ণিঝড় কবলিত এলাকায় বিদ্যুৎহীনতার কারণে টেলিযোগাযোগ সেবা বিঘ্নিত হলে দুৰ্যোগ মোকাবেলা কার্যক্রম যে বাধাগ্রস্ত হবে তা মনে করিয়ে দিয়েছে বিটিআরসি।
Published : 24 Oct 2023, 10:13 PM
ঘূর্ণিঝড় ‘হামুন’ এর মধ্যে উপকূলীয় এলাকায় ‘নিরবচ্ছিন্ন ও মানসম্মত’ মোবাইল নেটওয়ার্ক নিশ্চিত করতে সব সেবাদাতা প্রতিষ্ঠানকে নির্দেশ দিয়েছে বিটিআরসি।
রোববার নিয়ন্ত্রক সংস্থার এক চিঠিতে মোবাইল ফোন অপারেটর এবং ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে এ নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে বলা হয়, “নিরবচ্ছিন্ন টেলিযোগাযোগ সেবা নিশ্চিতকরণের জন্য সংশ্লিষ্ট টেলিকম অপারেটরদের নিজস্ব নেটওয়ার্ক ব্যবস্থা অটুট রেখে পর্যাপ্ত পাওয়ার ব্যাকআপ (ব্যাটারি ব্যাকআপ, ডিজেল জেনারেটর, পোর্টেবল জেনারেটর ইত্যাদি)-এর ব্যবস্থা গ্রহণসহ প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হল।”
মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে ঘণ্টায় ৮০ কিলোমিটার গতির বাতাসের শক্তি নিয়ে চট্টগ্রাম-কক্সবাজার উপকূল অতিক্রম করতে শুরু করেছে ঘূর্ণিঝড় হামুন।
জলোচ্ছ্বাসের আশঙ্কা প্রকাশ করে বিটিআরসি বলেছে, এ কারণে উপকূলে সাধারণ জনগণ জান-মালের ক্ষতিসহ অনেক ভোগান্তির সম্মুখীন হয়ে থাকে।
“এ ধরনের প্রাকৃতিক দুর্যোগের যথাযথ প্রস্তুতি, দুর্যোগকালীন সময়ে জীবন ও সম্পদ রক্ষা এবং দুর্যোগ পরবর্তী অবকাঠামো পুনর্গঠন, উদ্ধার তৎপরতা, ত্রাণ এবং সহায়তা প্রদান ইত্যাদি কার্যক্রম দ্রুততার সাথে সম্পন্ন করতে নিরবচ্ছিন্ন টেলিযোগাযোগ সেবা অপরিহার্য।”
ঘূর্ণিঝড় কবলিত এলাকায় বিদ্যুৎহীনতার কারণে টেলিযোগাযোগ সেবা বিঘ্নিত হলে দুৰ্যোগ মোকাবেলা কার্যক্রম যে বাধাগ্রস্ত হবে তা মনে করিয়ে দিয়েছে বিটিআরসি।