“বোর্ড গঠনের মাধ্যমে আবারও তার চিকিৎসা করা হবে,” বলেন ডা. সামন্ত লাল।
Published : 14 May 2023, 02:01 AM
হাত-পায়ে গাছের শাখা-প্রশাখার মতো আঁচিল নিয়ে ‘বৃক্ষমানব’ পরিচিতি পাওয়া আবুল বাজনদারের শারীরিক অবস্থা ফিরেছে সাত বছর আগের অবস্থায়।
শনিবার যে কারণে তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে ভর্তি করা হয়েছে।
বিরল ‘এপিডারমোডাইসপ্লাসিয়া ভেরাসিফরমিস’ রোগে আক্রান্ত হয়ে ১০ কেজি ওজনের গাছের শিকড়ের মতো আঁচিল নিয়ে ২০১৬ সালে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি হয়েছিলেন খুলনার আবুল বাজনদার। সেসময় এ ভ্যানচালকের চিকিৎসা চলে সরকারি খরচে।
১৪ বার অস্ত্রোপচারের পর হাত-পায়ে গাছের মতো আঁচিল কেটে ফেলা হয়। তখন ১০ মাসের মতো ঢাকা মেডিকেলে চিকিৎসা নেন আবুল।
সেবার বাড়ি ফিরে যাওয়ার পর চিকিৎসকেরা আবারও তাকে ঢাকা মেডিকেলে আসতে বলেছিলেন জানিয়ে আবুল শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্যারেরা আসতে কয়েছিল। কিন্তু আমি আসতে পারিনি।”
বাজনদারের সাত বছর আগের চিকিৎসার দেখভাল করেছিলেন বার্ন ইনিস্টিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।
তিনি শনিবার বলেন, “বোর্ড গঠনের মাধ্যমে আবারও তার চিকিৎসা করা হবে। এ ব্যাপারে বাকি সিদ্ধান্ত পরবর্তীতে নেওয়া হবে।
“তাকে এর আগে কয়েকবার আসতে বলা হয়েছিল, কিন্তু সে আসেনি।”