ফারদিন হত্যা: প্রতিবেদন দাখিলের তারিখ পেছাল

তদন্তের গতিতে হতাশা প্রকাশ করে আসছেন এই বুয়েটছাত্রের বাবা কাজী নূরউদ্দিন রানা।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Dec 2022, 12:24 PM
Updated : 12 Dec 2022, 12:24 PM

বুয়েটছাত্র ফারদিন নূর পরশ হত্যামামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ১৫ জানুয়ারি ধার্য করেছে আদালত।

সোমবার মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। কিন্তু তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক মজিবুর রহমান তা দিতে পারেননি।

এরপর ঢাকার মহানগর হাকিম শান্ত ইসলাম মল্লিক প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ঠিক করেন।

ফারদিন হত্যামামলার তদন্তের গতিতে হতাশা প্রকাশ করে আসছেন তার বাবা কাজী নূরউদ্দিন রানা। বুয়েট শিক্ষার্থীরাও দ্রুত তদন্ত শেষ করে অপরাধীদের চিহ্নিত করার দাবি জানিয়ে আসছে।

আলোচিত এই মামলার তদন্ত গোয়েন্দা পুলিশ (ডিবি) করলেও র‌্যাব ছায়াতদন্ত চালিয়ে যাচ্ছে।  

Also Read: ফারদিন হত্যা: তদন্তের ‘দীর্ঘসূত্রতায়’ হতাশা, অশ্রু

Also Read: সেই রাতে ৪ স্থানে ঘোরেন ফারদিন, যাত্রাবাড়ী থেকে ওঠেন লেগুনায়: ডিবি

Also Read: বুয়েটছাত্র ফারদিনের লাশ উদ্ধারের পর অনেক প্রশ্নের উত্তর মিলছে না

নিখোঁজের তিন দিন পর নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে গত ৭ নভেম্বর ফারদিনের লাশ উদ্ধার করে নৌ পুলিশ।

নারায়ণগঞ্জের হাসপাতালে ময়নাতদন্তের পর চিকিৎসক বলেন, এই তরুণ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে তারা মনে করছেন। মারার আগে তার উপর নির্যাতনও চালানো হয়।

তুমুল আলোচনার মধ্যে ফারদিনের বাবা কাজী নূরউদ্দিন রানা বাদী হয়ে ৯ নভেম্বর রামপুরা থানায় হত্যামামলা দায়ের করেন। মামলায় আসামির তালিকায় শুধু ফারদিনের বান্ধবী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমাতুল্লাহ বুশরার নাম উল্লেখ করা হয়।

তদন্তকারী সংস্থা ডিবি বুশরাকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলেও খুনের বিষয়ে তার কাছ থেকে কোনো তথ্য না পাওয়ার কথা জানিয়েছে।

বুশরাকে রিমান্ড শেষে গত ১৬ নভেম্বর থেকে কারাগারে রয়েছেন।