প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ সালের নভেম্বরে প্যারিস সফরে গিয়েছিলেন।
Published : 10 Feb 2024, 04:41 PM
দিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলনে অংশ নিয়ে রোববার বিকালে ঢাকায় আসবেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে, বিকাল সাড়ে ৫টায় বিমানবন্দরে নামার পর ধানমণ্ডিতে যাবেন ফরাসি প্রেসিডেন্ট। সেখানে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন তিনি।
এরপর প্রধানমন্ত্রীর কার্যালয়ে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন শেখ হাসিনা ও ম্যাক্রোঁ। পরে তিনি হোটেল ইন্টারকন্টিনেন্টালে নৈশভোজে অংশ নেবেন। নৈশভোজ শেষে ধানমণ্ডি লেকে একটি অনুষ্ঠানে তার যোগ দেওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ সালের নভেম্বরে প্যারিস সফরে গিয়েছিলেন। তখন ম্যাক্রোঁকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি।
তিন দশক পর ফ্রান্সের কোনো প্রেসিডেন্ট বাংলাদেশে আসছেন। সবশেষ ১৯৯০ সালে ফ্রান্সের তখনকার প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিতেরাঁ বাংলাদেশে এসেছিলেন।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)