তিনটি লঘুচাপের মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
Published : 06 Oct 2023, 01:01 AM
চলতি মাসে বঙ্গোপসাগরে অন্তত তিনটি লঘুচাপ সৃষ্টির পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা ও ঘূর্ণিঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এ মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আজিজুর রহমান জানান, তিনটি লঘুচাপের মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
এছাড়া, সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আর মাসের মাঝামাঝি সময়ে মৌসুমী বায়ু (বর্ষা) বাংলাদেশ থেকে ধীরে ধীরে বিদায় নিতে পারে বলে জানিয়েছেন তিনি।
পূর্বাভাসে বলা হয়েছে, অক্টোবরে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে ২-৪ দিন মাঝারি ধরণের বজ্রঝড় এবং সারাদেশে ৩-৫ দিন হালকা বজ্রঝড় হতে পারে। সেই সাথে, দিন ও রাতের তাপমাত্রাও কমতে থাকবে।
বন্যার বিষয়ে বলা হয়, এ মাসে দেশের প্রধান নদ-নদীতে স্বাভাবিক প্রবাহ থাকলেও ভারি বৃষ্টিপাতের কারণে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্ব পার্বত্য অববাহিকার কিছু স্থানে স্বল্প মেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
এদিকে বুধবার পানি উন্নয়ন বোর্ড জানায়, ভারি বর্ষণের কারণে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা জেলায় তিস্তা নদীর তীরবর্তী এলাকায় আকস্মিক বন্যা পরিস্থিতির শঙ্কা রয়েছে।
বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকারণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রহমান বলেন, ভারতীয় সেন্ট্রাল ওয়াটার কমিশনের তথ্য অনুযায়ী, উত্তর সিকিমে তিস্তা নদীর চুংথাং ড্যাম ক্ষতিগ্রস্ত হওয়ায় উজানে তিস্তা নদীর পানি দ্রুত বাড়ছে। গজলডোবা পয়েন্টে মধ্যরাত থেকে পানি ২৮৫ সেন্টিমিটার এবং দোমুহনী পয়েন্টে ৮২ সেন্টিমিটার বেড়েছে। পানি বাড়ার এ প্রবণতা অব্যাহত থাকবে।
বুধবার সকাল ৯টার তথ্য অনুযায়ী তিস্তা নদীর কাউনিয়া পয়েন্টে পানি ২৮.১৫ মিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে; যা বিপদসীমার ৬০ সেন্টিমিটার নিচে। বৃহস্পতিবার ভোর নাগাদ তা বিপদসীমা অতিক্রম করতে পারে।
প্রতিবেদনটি প্রকাশিত হয়েছিল ৪ অক্টোবর ২০২৩ তারিখে:
https://www.facebook.com/bdnews24/posts/pfbid087ieEn4bucpraxNe1xtsR6zFF2NGXMNkxCRuY9UZ5DRUsc6FYjcunCyi2J3HSkqfl