মেট্রোরেলের কোন জায়গায় বিদ্যুৎ বিভ্রাট হয়েছিল সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি কর্তৃপক্ষ।
Published : 07 Jul 2024, 06:14 PM
বিদ্যুৎ বিভ্রাটের কারণে রোববার ঢাকার মেট্রোরেল অন্তত ত্রিশ মিনিট বন্ধ ছিল। পরে বিদ্যুৎ ব্যবস্থা সচল হলে মেট্রোরেল ফের সচল হয়।
ঢাকার মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিএল) দুপুরে ডিএমটিসিএলের ভেরিফায়েড ফেসবুক পেইজে এ তথ্য জানিয়েছে।
দুপুর আড়াইটার দিকে ওই ফেসবুক পেইজে বলা হয়, “দুপুর ১৪:২৭ মিনিট (২টা ২৭) থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ আছে। পরবর্তীতে চালু হলে জানানো হবে।”
পরে বেলা ৩টার দিকে সেখানে বলা হয়, “বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হওয়ায় মেট্রোরেল নিয়মিত চলাচল শুরু করেছে।”
মেট্রোরেলের কোন জায়গায় বিদ্যুৎ বিভ্রাট হয়েছিল সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি কর্তৃপক্ষ।
উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ঢাকার প্রথম মেট্রোরেল চালুর পর বিদ্যুৎ বিভ্রাটের কারণে প্রায়ই ট্রেন চলাচল বন্ধ থাকছে।
ঘুর্ণিঝড় রেমালের প্রভাবে গত ২৭ মে কয়েকবার ট্রেন চলাচল বন্ধ থাকে। এর আগে ২৫ মে সিগন্যালে সমস্যা থাকায় মেট্রোরেল চলাচল বন্ধ থাকে কিছুক্ষণ।