পুলিশ বলছে, চাবি না থাকার পরেও গাড়িটিকে না ভেঙে কী করে নিয়ে গেল, এ বিষয়টিতে গুরুত্ব দিয়ে কাজ চলছে।
Published : 27 Nov 2024, 12:13 PM
রাজধানীর গুলশান থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ব্যবহৃত একটি সেডান গাড়ি চুরি হয়েছে। ব্যক্তি মালিকানাধীন গাড়িটি কর্মকর্তাদের আনা নেওয়ার জন্য ভাড়া নিয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়।
গত শনিবার রাতে টয়োটা প্রিমিও ২০১৭ মডেলের গাড়িটি চুরি হওয়ার পর এখন পর্যন্ত পাওয়া যায়নি।
এ ঘটনায় গাড়ির মালিক শাহাদাত হোসেন গুলশান থানায় একটি মামলা করেছেন। মামলার এজাহারে বলা হয়েছে, গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে গুলশান-২ নম্বরের ৯৬ নম্বর সড়কের পাশে গাড়িটি রেখে তিনি একটু দূরে প্রকৃতির ডাকে সাড়া দিতে যান। ফিরে এসে তিনি আর গাড়িটি পাননি।
গুলশান থানার ওসি তৌহিদ আহমেদ মঙ্গলবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গাড়িটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের আনা-নেওয়ার কাজে ব্যবহারের জন্য মাসিক ভিত্তিতে ভাড়া নেওয়া হয়েছিল। ওই গাড়ির দরজার লকগুলো রিমোট নিয়ন্ত্রিত। দরজা খোলার জন্য চাবি ব্যবহার করা হয় না।
“চাবি না থাকার পরেও গাড়িটিকে না ভেঙে তারা কী করে নিয়ে গেল, এ বিষয়টিতে গুরুত্ব দিয়ে কাজ চলছে। গাড়িটি কীভাবে চুরি করা যেতে পারে সে বিষয়ে আমরা এক্সপার্টদের সঙ্গে কথা বলে কাজ এগিয়ে নিচ্ছি। হয়ত অচিরেই পাওয়া যাবে।”