রাজধানীর অভিজাত এলাকা গুলশান ও বনানী লাগোয়া প্রায় ৯০ একর জায়গার ওপর ১০ হাজার ঘর রয়েছে এই বস্তিতে।
Published : 18 Dec 2024, 07:07 PM
রাজধানীর কড়াইল বস্তিতে লাগা আগুন প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় নিয়ন্ত্রণে আনার কথা জানিয়েছে ফায়ার সার্ভিস।
এবার নিয়ে ওই বস্তিতে চলতি বছর দ্বিতীয়বারের মতো আগুন লাগলো।
আয়তনের দিক থেকে ঢাকার সবচেয়ে বড় বস্তি হিসেবে পরিচিত কড়াইল বস্তি।
রাজধানীর অভিজাত এলাকা গুলশান ও বনানী লাগোয়া প্রায় ৯০ একর জায়গার ওপর ১০ হাজার ঘর রয়েছে এই বস্তিতে। টিন, বাঁশ, কাঠের ঘরগুলো গায়ে গা লাগিয়ে ওঠানো হয়েছে। যার কারণে এখানে আগুন লাগলে দ্রুত ছড়ায় বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বিভিন্ন সময় জানানো হয়।
এর আগে গত ২৪ মার্চ বিকেলে আগুন লেগে কড়াইল বস্তির একাংশ পুড়ে যায়।
এরপর নয় মাসের মাথায় বুধবার বিকালে গুলশান লেকের পাড়ের অংশে বস্তির বৌবাজার এলাকায় আগুন লাগে। খবর পেয়ে আগুন নেভাতে যায় ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ফায়ার ফাইটার শিহাব সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিকাল ৪টা ১৫ মিনিটের দিকে কড়াইল বস্তির বউবাজারে আগুন লেগেছে বলে খবর এসেছে।
“আগুন নিয়ন্ত্রণে সাতটি ইউনিট পাঠানো হয়েছে।”
বিকালে ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, বিকাল ৫টা ১২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। সেখানে কোনো হতাহতের খবর পায়নি ফায়ার সার্ভিস।
এর আগে অগ্নিনির্বাপক বাহিনীর এক বার্তায় জানানো হয়েছিল, বস্তিতে ঢোকার রাস্তা সংকীর্ণ হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়িগুলোকে ঢুকতে বেগ পেতে হয়েছে।
এদিকে আগুনে ক্ষতিগ্রস্ত ১৫০ পরিবারকে কম্বল ও শুকনো খাবার দিয়েছে ঢাকা জেলা প্রশাসন।
ডিসির পক্ষে সিনিয়র সহকারী কমিশনার ও নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) উমর ফারুক এসব বিতরণ করেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুকনো খাবারের মধ্যে ১০ কেজি চাল, এক কেজি ডাল, এক লিটার তেল, এক কেজি লবন, এক কেজি চিনি ও মসলা রয়েছে। পরে ক্ষতিগ্রস্তদের ক্ষতি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।