বুধবার এই কর্মসূচি ঘিরে আদালত প্রাঙ্গনে নিরাপত্তা জোরদারে অতিরিক্ত পুলিশ ও বার্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির সদস্য মোতায়েন করা হয়েছে।
Published : 31 Jul 2024, 03:35 PM
কোটা সংস্কারের আন্দোলন ঘিরে সহিংসতায় মামলা ও গ্রেপ্তারের ঘটনায় আন্দোলনকারীদের একাংশের ডাকা ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির সমর্থনে ঢাকার নিম্ন আদালতে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি-জামায়াতপন্থি আইনজীবীরা।
বুধবার এই কর্মসূচি ঘিরে আদালত প্রাঙ্গনে নিরাপত্তা জোরদারে অতিরিক্ত পুলিশ ও বার্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির সদস্য মোতায়েন করা হয়েছে।
লালবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ ইমরান হোসেন মোল্লা আদালতপাড়ার বলেন, “আদালতের নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় সে কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বেশ কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। নাশকতা ঠেকাতে তল্লাশি করা হচ্ছে।”
এই বিষয়ে জানতে ঢাকার মহানগর পুলিশের অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ আনিসুর রহমানের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তার সাড়া মেলেনি। তার অফিসে গিয়েও তাকে পাওয়া যায়নি।
দুপুর ১টার দিকে বিএনপি ও জামায়াতপন্থি শতাধিক আইনজীবীর অংশগ্রহণে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি আইনজীবী সমিতি থেকে শুরু হয়ে মুখ্য মহানগর হাকিম আদালত প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
এ সময় ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে সমর্থন জানিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন তারা।
‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির ঘোষণা আসে মঙ্গলবার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বুধবার সারাদেশে এই কর্মসূচি পালনের আহ্বান জানান।
এর আগে কোটা সংস্কারের মূল দাবি পূরণ হওয়ায় গত রোববার ডিবি হেফাজতে থাকা অবস্থায় ভিডিও বার্তায় সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলামসহ ছয় সমন্বয়ক।
এ ঘোষণা প্রত্যাখান করে বাইরে থাকা সমন্বয়ক ও সহ-সমন্বয়করা পরে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
নাহিদসহ বৈষম্যবিরোধী ছয় সমন্বয়ক বর্তমানে ডিবি হেফাজতে রয়েছেন। ‘নিরাপত্তাজনিত কারণে’ গোয়েন্দারা তাদের হেফাজতে রেখেছেন বলে সরকারের তরফ থেকে এর আগে বলা হয়।
তাদের অনুপস্থিতিতেই সোমবার বিক্ষোভ সমাবেশ এবং মঙ্গলবার চোখে-মুখে লাল কাপড় বেঁধে অনলাইনে প্রতিবাদ কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা।
হাই কোর্টের রায়ের পর জুলাইয়ের শুরু থেকে কোটা বাতিলের আন্দোলন শুরু হলেও পরে তা কোটা সংস্কারের এক দফা দাবিতে রূপ নেয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়িয়ে তা ছড়িয়ে পড়ে আরও অনেক স্থানে। পরে শিক্ষার্থী ও আন্দোলনকারীদের বিভিন্ন কর্মসূচিকে ঘিরে একপর্যায়ে তা সহিংসতায় গড়ায়।