বন্যার মধ্যমেয়াদি পূর্বাভাসে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির সার্বিক এবং কোথাও আবার পুরোপুরি উন্নতির আভাস রয়েছে।
Published : 13 Jul 2024, 11:08 PM
আষাঢ়ের শেষে দেশের সব বিভাগেই কমেবেশি বৃষ্টিপাত হলেও আগামী ১০ দিনের মধ্যে সিলেট ও উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির সার্বিক উন্নতির আভাস রয়েছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র শনিবার তাদের মধ্য মেয়াদী পূর্বাভাসে (১০ দিন) বলেছে, ১৩ থেকে ২২ জুলাইয়ের মধ্যে কুড়িগ্রাম, জামালপুর, গাইবান্ধা, বগুড়া, টাঙ্গাইল ও সিরাজগঞ্জ জেলার ব্রহ্মপুত্র ও যমুনা নদী সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সার্বিক উন্নতি হতে পারে।
“তিস্তা, ধরলা ও দুধকুমার নদী সংলগ্ন কুড়িগ্রাম জেলার কিছু নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতিরও সার্বিক উন্নতি হতে পারে। বিভিন্ন নিম্নাঞ্চল সম্পূর্ণরূপে বন্যামুক্ত হতে পারে।”
তবে ভারি বৃষ্টিপাতে সময় বিশেষে এসব নদীর পানি সমতল বাড়তে পারে।
এছাড়া একই সময়ে উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের যমুনেশ্বরী, করতোয়া, বাঙ্গালী, আপার করতোয়া, পুনর্ভবা, টাঙ্গন, ইছামতি-যমুনা, আত্রাই, মহানন্দা এবং ছোট যমুনা নদীগুলোর স্বাভাবিক প্রবাহ বজায় থাকতে পারে। ভারি বৃষ্টিতে সময় বিশেষে এসব নদীর পানি সমতল খানিকটা বাড়তেও পারে।
এবার জুনের শুরুতে প্রবল বর্ষণ আর উজানের ঢলে সিলেটে বন্যা দেখা দেয়। কয়েক দিন পর পরিস্থিতির উন্নতি হলেও গত ১৭ জুন কোরবানির ঈদের আগের দুই দিন থেকে টানা বৃষ্টিতে সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোণাসহ আশপাশের জেলার অনেক এলাকা ডুবে যায়। উজানের ঢলে জুলাইয়ের শুরুতে ফের নতুন করে বন্যা দেখা দেয় ওই তিন জেলাসহ উত্তরের কয়েকটি জেলায়।
বন্যার মধ্যমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, মেঘনা অববাহিকার সুরমা ও কুশিয়ারাসহ প্রধান নদীগুলোর পানি সার্বিকভাবে কমতে পারে। এ সময়ে সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোণা জেলার নদী অববাহিকার নিম্নাঞ্চলে চলমান বন্যা পরিস্থিতির সার্বিক উন্নতি হতে পারে।
এসব জেলার বিভিন্ন নিম্নাঞ্চল সম্পূর্ণভাবে বন্যামুক্ত হতে পারে। তবে ভারি বৃষ্টির কারণে এ অববাহিকার নদীগুলোর পানি সমতলে স্বল্প মেয়াদে আবার বাড়তে পারে।
অপরদিকে দেশের দক্ষিণ-পূর্ব পার্বত্য অঞ্চলের সব নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এ অঞ্চলের নদীগুলোর প্রবাহ স্বাভাবিক রয়েছে, যা অব্যাহত থাকবে।
আষাঢ়ের ভারি বৃষ্টিতে শুক্রবার পানিতে তলিয়ে যায় রাজধানীর অনেক এলাকা, তাতে ভোগান্তিতে পড়ে নগরবাসী। কক্সবাজারের কোথাও কোথাও পাহাড়ধসের ঘটনাও ঘটে।
এরপর বৃষ্টির প্রবণতা কমার মধ্যেই আগামী শুক্রবার থেকে ফের বৃষ্টি বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শনিবার অধিদপ্তরের এক ব্রিফিংয়ে আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, “আজকে থেকে ১৮ জুলাই পর্যন্ত বৃষ্টিপাতের তীব্রতা কমে যাবে; এসময় গরমের অস্বস্তিবোধ থাকবে। ১৯ তারিখ থেকে আবার একটি নতুন স্কেল শুরু হয়ে বৃষ্টিপাতের তীব্রতা আস্তে আস্তে করে বাড়তে পারে। মাস জুড়েই বৃষ্টি থাকবে।”
আরও পড়ুন
শুক্রবার থেকে ভারি বৃষ্টির আভাস
কয়েক ঘণ্টার ঝুম বৃষ্টি, ভাসছে ঢাকা
বন্যা: উত্তরে ভারি বৃষ্টিতে দুদিন পানি বাড়ার আভাস