বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে গত ১৮ জুলাই নিয়োগ পেয়েছিলেন হারুন-উর-রশীদ আসকারী।
Published : 10 Aug 2024, 06:22 PM
ক্ষমতার পালাবদলে বাংলা একাডেমির মহাপরিচালক মো. হারুন-উর-রশীদ আসকারীও পদত্যাগ করেছেন; যিনি ২২ দিন আগে নিয়োগ পেয়েছিলেন।
‘উদ্ভূত পরিস্থিতি ও ব্যক্তিগত কারণে’ শনিবার তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
তিনি বলেন, পদত্যাগপত্রটি যথাযথ মাধ্যমে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। রোববার হয়ত পদত্যাগপত্রটি গ্রহণ করে পরবর্তী করণীয় ঠিক করবে মন্ত্রণালয়।
সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাকে দুপুরের পর তিনি (হারুন-উর-রশীদ আসকারী) ফোনে জানিয়েছেন যে পদত্যাগ করবেন। পদত্যাগপত্রটি আমার দপ্তরে এসেছে কিনা- তা চেক করে বলতে হবে।”
বাংলা একাডেমির নতুন মহাপরিচালক রশীদ আসকারী
রশীদ আসকারী গত ১৮ জুলাই বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে নিয়োগ পান। বাংলা একাডেমিতে কবি মুহম্মদ নূরুল হুদার স্থলাভিষিক্ত হন তিনি।
সাপ্তাহিক ও সরকারি ছুটির কারণে নিয়োগ পাওয়ার ছয় দিন পর গত ২৪ জুলাই তিনি দায়িত্বগ্রহণ করেন। কিন্তু গণআন্দোলনে সরকারপতনের পর ২২ দিনের মাথায় পদত্যাগ করলেন।
ইংরেজি সাহিত্য ও ভাষা বিভাগের সাবেক অধ্যাপক রশীদ আসকারী ১৯৯০ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। পরে তিনি এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করেন। অনুবাদক হিসেবেও তার খ্যাতি রয়েছে।