আনিসুল হককে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তিনি।
Published : 08 Aug 2024, 04:27 PM
সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহাকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক দেশত্যাগে বাধ্য করেছেন বলে অভিযোগ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকনের।
বৃহস্পতিবার তিনি সাংবাদিকদের বলেন, “বিচার বিভাগ ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ সরকার। সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহাকে দেশত্যাগে বাধ্য করেছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। এ অপরাধে তাকে গ্রেপ্তার করতে হবে।”
আপিল বিভাগ ও হাই কোর্ট বিভাগের ‘বিতর্কিত’ সব বিচারপতিকে বাদ দিয়ে রোববার সুপ্রিম কোর্ট খুলে দেওয়ার আহ্বান জানান তিনি।
আইন মন্ত্রণালয়ের যুগ্মসচিব বিকাশ কুমার সাহা জামিন বাণিজ্য করেছেন অভিযোগ তুলে খোকন তার (বিকাশ) সম্পদের হিসাব নেওয়ার দাবি করেন।
প্রধান বিচারপতিসহ সুপ্রিম কোর্টের আপিল ও হাই কোর্ট বিভাগের ‘বিতর্কিত-দলবাজ’ বিচারপতিদের দ্রুত পদত্যাগের দাবি জানিয়ে সুপ্রিম কোর্ট বারের এই সভাপতি বলেন, “বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়করা প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের সব বিচারপতির পদত্যাগ দাবি করেছেন, আমরা এই দাবির সঙ্গে একমত। আজকের মধ্যে তাদের পদত্যাগ করতে হবে।”
এস কে সিনহা: বিচারাঙ্গনের চূড়া থেকে দণ্ডিত অপরাধী
সংবিধানের ষোড়ষ সংশোধনী বাতিলের রায় দেওয়ার পর নানা ঘটনার মধ্য দিয়ে ক্ষমতাসীনদের তোপের মুখে পদ ও দেশ ছাড়তে বাধ্য হন বিচারপতি সিনহা।
২০১৮ সালের ৩১ জানুয়ারি তার অবসরে যাওয়ার কথা ছিল। কিন্তু নজিরবিহীন এক পরিস্থিতির মধ্যে তবে কার্যকাল শেষ হয় মেয়াদের ৮১ দিন আগেই।
সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে ক্ষমতাসীন দলের তোপের মুখে ছুটি নিয়ে বিদেশ যাওয়ার পর ২০১৭ সালের ১১ নভেম্বর তিনি সেখানে থেকেই পদত্যাগপত্র পাঠিয়ে দেন।