ম্যারাথনে এবার প্রায় ১০ হাজার দৌড়বিদ অংশ নেওয়ার কথা।
Published : 07 Feb 2025, 09:49 PM
ঢাকা আন্তর্জাতিক ম্যারাথনের এবারের আসর বসছে রাজধানীর ৩০০ ফিট সড়কে; এজন্য ওই সড়কের এক অংশ বন্ধ থাকবে শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার দুপুর পর্যন্ত।
শনিবার এ দৌড় প্রতিযোগিতা উপলক্ষে রাজধানীর প্রগতি সরণি থেকে কাঞ্চন ব্রিজ অভিমুখে ৩০০ ফিট মহাসড়ক ব্যবহারকারীদের জন্য নির্দেশনা দিয়েছে সেনাবাহিনী।
শুক্রবার এক বার্তায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বলেছে, ম্যারাথন উপলক্ষে প্রগতি সরণি থেকে কাঞ্চন ব্রিজ অভিমুখে ৩০০ ফিট মহাসড়কের উত্তর দিকের অংশের চার লেন ও সার্ভিস সড়কটি শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে শনিবার দুপুর ২টা পর্যন্ত বন্ধ থাকবে।
এসময় মহাসড়টিতে চলাচলে প্রগতি সরণি থেকে কাঞ্চন ব্রিজ যেতে দক্ষিণ দিকের চার লেন এবং কাঞ্চন ব্রিজ থেকে প্রগতি সরণি আসতে পাশের সার্ভিস সড়ক ব্যবহারের অনুরোধ করা হয়েছে।
আইএসপিআর বলেছে, ম্যারাথনে এবার প্রায় ১০ হাজার দৌড়বিদ অংশ নেবেন। পাশাপাশি ১০টি দেশের বেশ কয়েকজন বিদেশিও এতে প্রতিনিধিত্ব করবেন।
এবার প্রতিযোগিতাটি পাঁচটি ভিন্ন ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে। এর মধ্যে মূল ম্যারাথন হবে ৪২ দশমিক ২ কিলোমিটার এবং হাফ ম্যারাথন ২১ দশমিক ১ কিলোমিটার।
বাকি তিনটি ক্যাটাগরিতে প্রতিযোগীদের দৌড়াতে হবে সমান দূরত্ব। সাধারণ, প্রথমবার অংশগ্রহণকারী এবং ভেটেরান ক্যাটাগরিতে এ দূরত্ব ১০ কিলোমিটার।
একতা, বন্ধুত্ব ও বৈচিত্রের প্রতি শ্রদ্ধার বার্তা নিয়ে এবারের ম্যারাথনের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে ‘রান ফর ইউনিটি রান ফর হিউম্যানেটি’। এটি দেশের সর্ববৃহৎ ম্যারাথন বলেও তুলে ধরা হয়েছে বার্তায়।