এই আয়োজন করা জন্য সব অধ্যক্ষ, জেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে লিখিত নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন উপ পরিচালক।
Published : 20 Jan 2025, 04:51 PM
দেশের সব সরকারি ও বেসরকারি কলেজে ক্রীড়া প্রতিযোগিতা আবশ্যক জানিয়ে, আগামী ২৫ ফেব্রুয়ারির মধ্যে তা আয়োজনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
আয়োজনের সর্বশেষ তারিখ জানিয়ে সোমবার অধিদপ্তরের শারীরিক শিক্ষা উইংয়ের উপপরিচালক মো. শহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কলেজগুলোর ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের সক্ষমতা আছে, বাজেটও আছে, তাই কলেজ পর্যায়ের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এ প্রতিযোগিতা আয়োজন আবশ্যক। শিক্ষার্থীদের জন্য পড়াশোনার পাশাপাশি খেলাধুলাও খুবই গুরুত্বপূর্ণ।”
এই আয়োজন করা জন্য সব অধ্যক্ষ, জেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে লিখিত নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন উপ পরিচালক।
এর আগে দেশের সব সরকারি-বেসরকারি স্কুলে আগামী ৩১ জানুয়ারির মধ্যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের নির্দেশ দিয়েছিল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।