পিবিআই প্রধানের দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত মহাপরিদর্শক তওফিক মাহবুব চৌধুরী।
Published : 13 Aug 2024, 04:28 PM
ক্ষমতার পালাবদলের মধ্যে তিন অতিরিক্ত আইজিসহ ৫১ পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে; এর মধ্যে বিশেষ শাখা (এসবি) থেকে সরানো হয়েছে মনিরুল ইসলামকে।
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের তিন আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
এর মধ্যে এসবি প্রধান অতিরিক্ত মহাপরিদর্শক মনিরুল ইসলামকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। চলতি দায়িত্বে তার স্থলাভিষিক্ত হচ্ছেন রেলওয়ের ডিআইজি মো. শাহ আলম।
পঞ্চদশ বিসিএসে পুলিশে যোগ দেওয়া মনিরুল ইসলাম ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনারের (গোয়েন্দা) দায়িত্বে আসেন ২০০৯ সালে। তার হাত দিয়েই ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিট (সিটিটিসি) যাত্রা শুরু হয়।
আরেক আদেশে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক তওফিক মাহবুব চৌধুরীকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান করা হয়েছে। বনজ কুমার মজুমদার সম্প্রতি অবসর নেওয়ার পর থেকে পদটি খালি ছিল।
সিআইডির অতিরিক্ত মহাপরিদর্শক মোহাম্মদ আলী মিয়াকে অতিরিক্ত মহাপরিদর্শক করা হয়েছে পুলিশ অধিদপ্তরে।
একই আদেশে এক ডিআইজি এবং সাত অতিরিক্ত ডিআইজিকে বদলির কথা জানানো হয়েছে।
অপর আদেশে ১৭ উপকমিশনার ও ১২ পুলিশ সুপারকে বদলি করা হয়েছে।
প্রবল গণআন্দোলনের মুখে গত ৫ অগাস্ট সরকারের পতন হলে শেখ হাসিনার নিয়োগ দেওয়া পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে পরদিন চাকরি থেকে বাদ দেওয়া হয়। তার স্থলাভিষিক্ত করা হয় ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের কমান্ড্যান্ট মো. ময়নুল ইসলামকে।
গত ৭ অগাস্ট র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক হারুন-অর-রশিদকে সরিয়ে পুলিশের এই এলিট ফোর্সের নেতৃত্বে আনা হয় অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমানকে।
আর ঢাকার পুলিশ কমিশনার হাবিবুর রহমানকে সরিয়ে সেই জায়গায় চলতি দায়িত্ব দেওয়া হয় সিআইডির উপ-পুলিশ মহাপরিদর্শক মো. মাইনুল হাসানকে।