ফেব্রুয়ারি মাসে প্রশিক্ষণ নিতে তাদের ভারতে যাওয়ার কথা ছিল।
Published : 05 Jan 2025, 04:14 PM
প্রশিক্ষণ নিতে ৫০ জন বিচার বিভাগীয় কর্মকর্তার ভারতে যাওয়ার অনুমতি বাতিল করা হয়েছে।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় রোববার এ আদেশ জারি করেছে।
আগামী ১০ থেকে ২০ ফেব্রুয়ারি ভারতের ভূপালে ন্যাশাল জুডিশিয়াল একাডেমি এবং একটি স্টেট জুডিসিয়াল একাডেমিতে প্রশিক্ষণে যোগ দেওয়ার কথা ছিল ৫০ বিচার বিভাগীয় কর্মকর্তার।
সেজন্য তাদের ভারতে যাওয়ার অনুমতি দিয়ে ৩০ ডিসেম্বর প্রজ্ঞাপনও জারি করা হয়েছিল। তার এক সপ্তাহের মাথায় তা বাতিল করা হল।
মন্ত্রণালয় বলছে, সুপ্রিম কোর্টের নির্দেশনার পরিপ্রেক্ষিতে ছুটি বাতিলের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।