তাকে গ্রেপ্তার না করলে রোববার ওয়াসা ভবনের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।
Published : 16 Aug 2024, 12:37 AM
ঢাকা ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খানের বিরুদ্ধে ‘অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের’ অভিযোগ তুলে তাকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে ‘ওয়াসার নিরাপদ পানি আন্দোলন’ সংগঠন।
বৃহস্পতিবার সংগঠনটি এক বিজ্ঞপ্তিতে বলেছে, “তার বিরুদ্ধে মামলা দায়ের করে অবিলম্বে গ্রেপ্তার না করলে তিনি প্রভাব ও ক্ষমতা কাজে লাগিয়ে দুর্নীতি ও অপকর্মের তথ্য-প্রমাণ ধবংস করবেন বলে আশঙ্কা আছে। এ ছাড়া তিনি যেকোনো সময় বিদেশ পালিয়ে যেতে পারেন।”
গত ৫ অগাস্ট সরকার পতনের পর ঢাকা ওয়াসার কর্মকর্তা-কর্মচারীদের একটি অংশ তাকসিম এ খানসহ কয়েকজন কর্মকর্তাকে ওয়াসা ভবনে প্রবেশে বাঁধা দেয়। সে কারণে তারা ওয়াসা ভবনে যাচ্ছিলেন না।
এর মধ্যে বুধবার স্থানীয় সরকার বিভাগের সচিবের কাছে অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দেন তাকসিম খান। পরদিন তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে স্থানীয় সরকার বিভাগ।
আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ২০০৯ সালে তাকসিম এ খানকে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক করা হয়। এরপর তার মেয়াদ বাড়ানো হয় ৭ দফা। সবশেষ ২০২৩ সালের অগাস্টে বিভিন্ন মহলের প্রবল আপত্তির মধ্যেও বাড়ানো হয় তার চাকরির মেয়াদ।
তাকসিমের বিরুদ্ধে দুদকে দায়ের করা অনিয়ম, দুর্নীতির অভিযোগের প্রসঙ্গ তোলা হয়েছে ওয়াসার নিরাপদ পানি আন্দোলনের বিজ্ঞপ্তিতে।
বৃহস্পতিবার ওয়াসা ভবনের সামনে এক অবস্থান কর্মসূচি পালিত হয়। আগামী শনিবারের মধ্যে তাকসিমকে গ্রেপ্তার না করলে রোববার সকাল ১১টায় ওয়াসা ভবনের সামনে আবারও অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে পানি আন্দোলনের বিজ্ঞপ্তিতে।